যাবতীয় প্রতিকুলতাকে হার মানিয়ে পাকিস্তানকে চূর্ণ করে ষষ্ঠ এশিয়া কাপ জয় শ্রীলঙ্কার

   

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দেশে চলছে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দুরবস্থা। দেশের মানুষ এখন একটা অবলম্বন খুঁজছে। সেখানে দাঁড়িয়ে দাসুন শানাকারা যেটা করে দেখালেন তা শ্রীলঙ্কার চূড়ান্ত সঙ্গিন অবস্থার পরিবর্তন না করলেও দেশের সাধারণ মানুষদের কাছে হয়তো একটা অবলম্বন হয়ে দাঁড়াবে। গোটা টুর্নামেন্টে যখন টস ভাগ্য নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটার সংযুক্ত আরব আমিরশাহির আবহাওয়ায় টসের প্রভাব নিয়ে ব্যঙ্গ করে ভারতের দুরবস্থাকে আড়াল করার চেষ্টা করছেন, সেখানে ফাইনালে টসে হেরেও ম্যাচ জিতে দৃষ্টান্ত স্থাপন করলেন রাজাপক্ষরা।

প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকে উইকেট হারানো শুরু করে ৯ ওভারের মধ্যে ৫৮-৫ হয়ে যাওয়া এবং তারপর রাজাপক্ষ (৪৫ বলে ৭১) এবং হাসারাঙ্গার (২১ বলে ৩৬) ব্যাটে ভর করে ১৭০ অবধি পৌঁছনো প্রায় অসম্ভবেরই সমান ছিল। এরপর মধুশান (৪/৩৪), হাসারাঙ্গা (৩/২৭), করুনারত্নেদের (২/৩৩) বোলিংয়ে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে ২৩ রানের ব্যবধানে জয় শ্রীলঙ্কা ক্রিকেটকে নতুন মাত্রা দেবে, তাতে সন্দেহ নেই।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর