সাত দিন ধরে নির্জলা উপোস, স্বামী নয়, এই অভিনেতার জন্য সাঁই বাবার কাছে ছুটে গিয়েছিলেন শ্রীদেবী!

বাংলাহান্ট ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে লেডি সুপারস্টার বলতে একজনের নামই মাথায় আসে। তিনি শ্রীদেবী (Sridevi)। দক্ষিণ ভারতের মেয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চমক দেখানোর পর পা রাখেন বলিউডে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি যথাযোগ্য সম্মান দিয়েছিল শ্রীদেবীকে (Sridevi)। শুধু প্রথম সারির অভিনেত্রীই নন, সে সময়ে সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীও ছিলেন তিনিই।

এই নায়কের সঙ্গে শ্রীদেবীর (Sridevi) জুটি ছিল অসাধারণ

বলিউডের প্রায় সমস্ত জনপ্রিয় নায়কের সঙ্গেই জুটি বেঁধেছিলেন শ্রীদেবী (Sridevi)। তাঁর কেরিয়ারে সফল ছবির সংখ্যা অগুনতি। লম্বা ফিল্মি কেরিয়ারে একাধিক সম্পর্কেও জড়িয়েছেন শ্রীদেবী (Sridevi)। সে সময়কার হিরো মিঠুন চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করার পর মালা দিয়েছেন প্রযোজক বনি কাপুরের গলায়। তবে জানেন কি, এক অভিনেতার জন্য ৭ দিন ধরে উপোস করে থেকেছিলেন অভিনেত্রী। কে ছিলেন সেই নায়ক?

আরো পড়ুন : হয়ে পড়েছিলেন অন্তঃসত্ত্বা, তাই কি তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত? স্বামী আর পরিবারের কথা মেনেই… মুখ খুললেন শ্রীময়ী

দুজনের বন্ধুত্ব ছিল গভীর

দক্ষিণী ইন্ডাস্ট্রি এবং বলিউড মিলিয়ে একাধিক অভিনেতার সঙ্গে অনস্ক্রিনে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রীদেবী (Sridevi)। তবে যে নায়কের সঙ্গে তাঁর জুটিটা সবথেকে বেশি জমত, তিনি হলেন রজনীকান্ত। একত্রে ২০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন দুজনে। বাস্তবেও দুজনের বন্ধুত্ব ছিল খুবই গভীর। রজনীকান্ত ছিলেন শ্রীদেবীর (Sridevi) মায়ের ঘনিষ্ঠ। তাই নিজের থেকে ১৩ বছরের ছোট শ্রীদেবীকে আগলে আগলে রাখতেন অভিনেতা। আর অভিনেত্রীরও ছিল একই রকম টান।

আরো পড়ুন : ওজন বেড়ে চেনাই দায়, এ কোন ইন্দ্রাণী! কীভাবে এমন হাল হল ‘শ্রীময়ী’র?

মানত রেখেছিলেন অভিনেত্রী

২০১১ সালে ‘রানা’ ছবির শুটিংয়ের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন রজনীকান্ত। সিঙ্গাপুরে চলছিল তাঁর চিকিৎসা। এদিকে রজনীকান্তের দ্রুত সুস্থতা কামনায় মানত করে বসেন শ্রীদেবী (Sridevi)। শিরডি সাঁই বাবার কাছে মানত রেখেছিলেন তিনি। এমনকি তিনি পুনেতে সাঁই বাবার চরণে প্রার্থনা করতে গিয়েছিলেন। মানত মতো ৭ দিনের উপবাস রেখেছিলেন শ্রীদেবী। তারপর অবশ্য সুস্থ হয়ে উঠেছিলেন রজনীকান্ত।

Sridevi

শোনা যায়, একবার শ্রীদেবীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন রজনীকান্ত। সেদিন অভিনেত্রীর বাড়িতে ছিল গৃহপ্রবেশের পুজো। অদ্ভূত ভাবে রজনীকান্ত যখনই শ্রীদেবীর বাড়িতে পা রাখেন, সমগ্র এলাকায় লোডশেডিং হয়ে অন্ধকারে ডুবে যায়। এটাকে একটা ইঙ্গিত হিসেবে ধরে কাউকে কিছু না বলেই সেদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন রজনীকান্ত। এ বিষয়ে শ্রীদেবীকে কখনো কিছুই জানাননি থালাইভা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর