চোখমুখ হুবহু এক! আলিয়া-ক‍্যাটরিনার প‍র এবার শ্রীদেবীর যমজের ছবি ভাইরাল নেটপাড়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড তারকাদের সঙ্গে সাদৃশ‍্য খুঁজে পেয়ে ভাইরাল হওয়া নতুন ব‍্যাপার নয়। ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে ক‍্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, এমনকি সম্প্রতি করিনা পুত্র তৈমুর আলি খানের যমজও ঝড় তুলেছিল নেটমাধ‍্যমে। এবার তালিকায় যোগ হল প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর (sridevi) নামও।

দীপালি চৌধুরী (dipali choudhary), সোশ‍্যাল মিডিয়ার নতুন সেনসেশন।  শ্রীদেবীর সঙ্গে তাঁর অদ্ভূত মিল খুঁজে পেয়েছেন নেটনাগরিকরা। ক্ষণে ক্ষণে বাড়ছে দীপালির ফ‍্যান ফলোয়িং। ইতিমধ‍্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ‍্যা ছাড়িয়ে গিয়েছে ৩০ হাজারের গণ্ডি। দীপালি নিজেও তাঁর জনপ্রিয়তা ও শ্রীদেবীর সঙ্গে তাঁর মুখের মিল নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল।


পেশায় তিনি ইউটিউব ভ্লগার হলেও তাঁর ইনস্টাগ্রাম হ‍্যান্ডেল ভর্তি শ্রীদেবীর ছবির বিভিন্ন দৃশ‍্যের অনুকরণ ভিডিওতে। জনপ্রিয় অভিনেত্রীর নানান ছবির দৃশ‍্যগুলি নিজে অভিনয় করে ভিডিও বানান দীপালি। নিজে সাজেনও শ্রীদেবীর মতোই। এক একটি ভিডিওতে ভিউ, লাইকের সংখ‍্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি।

https://www.instagram.com/reel/CXtSybbl-Vw/?utm_medium=copy_link

বলিউডের জনপ্রিয় তারকা জুটির মধ‍্যে অন‍্যতম ছিলেন শ্রীদেবী ও বনি কাপুর। প্রথম স্ত্রীর বর্তমানেই শ্রীদেবীর সঙ্গে সম্পর্কে জড়ান প্রযোজক। তারপর প্রথম স্ত্রী মোনাকে বিচ্ছেদ দিয়ে ১৯৯৬ সালে ‘চাঁদনি’ অভিনেত্রীকে বিয়ে করেন বনি। কিন্তু ২০১৮ তে স্বামী, দুই মেয়েকে একা ছেড়েই বিদায় নেন শ্রীদেবী।

https://www.instagram.com/reel/CWiazDBFRN4/?utm_medium=copy_link

২০১৮র ফেব্রুয়ারিতে দুবাইতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রীদেবী, বনি ও খুশি কাপুর। সেই সময় ডেবিউ ছবির শুটিংয়ে মুম্বইতে ছিলেন জাহ্নবী। তাই তিনি যেতে পারেননি। এমন সময় আচমকাই আসে শ্রীদেবীর মৃত‍্যু সংবাদ।

দুবাইয়ের হোটেলে বাথটবে ডুবে মৃত‍্যু হয় তাঁর। জাহ্নবীর প্রথম ছবি মুক্তির মাত্র কয়েক মাস আগেই তাঁর মা শ্রীদেবীর মৃত‍্যু হয়। মেয়ের ছবি দেখে যেতে না পারলেও পরিচালক করন জোহর তাঁকে জাহ্নবীর অভিনয়ের কিছু ঝলক আগেই দেখিয়েছিলেন।

X