গান লিখিয়েই খালাস, কাজ হাসিল হতে শ্রীজাতর টাকা হাপিস প্রযোজনা সংস্থার! আইনি পদক্ষেপ গীতিকারের

বাংলাহান্ট ডেস্ক: তারিখ পে তারিখ! তারিখ পে তারিখ! কিন্তু টাকা আর ফেরত পাচ্ছেন না কবি পরিচালক শ্রীজাত বন্দ‍্যোপাধ‍্যায় (Srijato Bandopadhyay)। আজ দেব, কাল দেব করে ঘুরিয়েই চলেছে প্রযোজনা সংস্থা। কিন্তু সেই কালটা আর আসছে না। শেষমেষ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন শ্রীজাত।

রাজপ্রতিম আর্ট ভেঞ্চারের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানিয়েছেন তিনি। শ্রীজাত জানান, ওই সংস্থার জন‍্য চারটি হিন্দি গান লিখেছিলেন তিনি। গানগুলি গেয়েছিলেন হরিহরণ, কৌশিকী চক্রবর্তী এবং শান। বছর ঘুরে গেলেও কাজের সম্পূর্ণ পারিশ্রমিক পাননি বলে দাবি শ্রীজাতর।

Srijato fb
কাজ হয়ে যাওয়ার পর চার মাস বাদে মোট পারিশ্রমিকের চার ভাগের এক ভাগ দেওয়া হয়েছিল গীতিকারকে। বাকিটা এখনো পর্যন্ত হাতে পাননি তিনি। অনেকবার বলা সত্ত্বেও কাজ না হওয়ায় বাধ‍্য হয়ে আইনি পদক্ষেপ নিচ্ছেন শ্রীজাত। সংস্থার বিরুদ্ধে সোমবার মামলা দায়ের করতে চলেছেন তিনি।

ঘটনাটা এখানেই শেষ নয়। ওই সংস্থার ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছেন পরিচালক অরিন্দম শীল, সুরকার বিক্রম ঘোষ। সুরকারের প্রায় ৪০ লক্ষ টাকা এখনো পাওনা রয়েছে। অরিন্দম শীল পরিচালিত ‘খেলা যখন’ ছবিটি প্রথমে এই সংস্থা প্রযোজনা করছিল। কিন্তু মাঝপথে হঠাৎ টাকার যোগান বন্ধ করে দেয় সংস্থা। শেষে অন‍্য একটি সংস্থার সাহায‍্যে শুট শেষ করলেও এখনো প্রায় ১ কোটি টাকা পান অরিন্দম।

যদিও সংবাদ মাধ‍্যমের কাছে অভিযুক্ত প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়, ব‍্যবসায়িক কারণে শ্রীজাতর সম্পূর্ণ টাকা এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারেননি তারা। তবে এক সপ্তাহের মধ‍্যে সমস‍্যা মিটিয়ে টাকাটা তারা ফেরত দিতে পারবেন বলে আশাবাদী সংস্থা।


Niranjana Nag

সম্পর্কিত খবর