বাংলাহান্ট ডেস্ক: এবার আর কবিতা বা গান না, পরিচালনায় হাত মকশো করছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandopadhyay)। নিজের কেরিয়ারের নতুন ইনিংস শুরু করলেন কবি। এনেছেন নতুন জুটিও। তাঁর প্রথম ছবি ‘মানবজমিন’এ নায়ক নায়িকার চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও প্রিয়াঙ্কা সরকারকে (Priyanka Sarkar)।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। আপাতত নন্দন আর ময়দানেই হয়েছে শুটিং। শ্রীজাতর ছবি পরিচালনার ইচ্ছা অবশ্য সাম্প্রতিক নয়। প্রায় ২২ বছর আগে তাঁর ইচ্ছে জেগেছিল পরিচালক হওয়ার। এতদিন পর পূরণ হল সেই ইচ্ছা।
শ্রীজাত জানান, মানবজমিনের গল্প বাস্তব জীবনে দেখা চরিত্রগুলির উপরে ভিত্তি করেই তৈরি হচ্ছে। মানুষগুলিকে বাস্তবে কাছ থেকে দেখেছেন তিনি। তখনি মনে হয়েছে এই চরিত্রগুলি, এদের অনুভূতি নিয়ে একটা আস্ত সিনেমা বানানো যায়। তারই ফসল মানবজমিন।
গত বছরের সেপ্টেম্বর মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বাড়ন্ত করোনা, বিধিনিষেধের জেরে পিছিয়ে শুরু হল ২০২২ এ উল্লেখ্য, দুর্ঘটনার পর এটাই কিন্তু প্রিয়াঙ্কার প্রথম ছবি। গত তিন মাস ধরে বাড়িতে বিশ্রামে ছিলেন তিনি। মানবজমিনে বেশ অন্য রকম লুকে দেখা মিলবে প্রিয়াঙ্কার।
এবার প্রশ্ন হল, কবি শ্রীজাত পরিচালনা করবেন। ছবিতে কি কবিতা একেবারেই ব্রাত্য? কবির উত্তর, পরিচালকের চেয়ারে বসলেও কবিতাকে ছবি থেকে বাদ দেওয়া সম্ভব নয় তাঁর পক্ষে। কবিতা থাকবে অবশ্যই, তবে ছবির আমেজ সম্পূর্ণ বজায় থাকবে।
এই ছবি দিয়ে অভিনয়ে ডেবিউ করছেন শ্রীজাতর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়রা। মানবজমিন ছবিতে গান গাইবেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল।