বাংলা হান্ট ডেস্ক : অস্বস্তিতে শ্রীজাত! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) চলছে ওপেন এয়ার থিয়েটারে অনুষ্ঠান। প্রায় এক সপ্তাহ ধরে এই বিশ্ববিদ্যালয় চত্বরে তাঁদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এবার সেই অনুষ্ঠানের বিরুদ্ধে তোপ দাগলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijata Banerjee)। তিনি তাঁর ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে গোটা ঘটনার বিষয় তুলে ধরলেন।
এদিন কবি তাঁর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে ফেসবুক পোস্টে লেখেন, ‘মাঝরাত পার হয়ে গেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উৎসবের শব্দে বাড়িতে কান পাতা যাচ্ছে না। টানা এক সপ্তাহ, সকাল ১১টা থেকে রাত ১২টা এই অসহ শব্দতাণ্ডব চলছে, তাদের ওপেন এয়ার থিয়েটারে। বছরে বেশ কয়েকবার হয় এমন। শব্দের সীমাহীন প্রক্ষেপণে জানলা দরজা কাঁপছে, কান-মাথা ব্যথা করছে। আমার লেখালেখি সাতদিন হল শিকেয়, দূর্বা কাজ থেকে ফিরে বিশ্রাম নেবার বদলে কষ্ট পাচ্ছে। আমাদের কাজকর্মের কথা ছেড়ে দিলাম, বাড়িতে বয়স্ক, অসুস্থ মা আছেন। নিজের ঘরে শান্তিতে থাকতে পারছেন না।’
ফেসবুকে শ্রীজাত আরও লেখেন, ‘জানি না এর কোনও প্রতিকার আছে কিনা, তবু আমি, আমরা প্রতিবাদ জানালাম। ভবিষ্যতে অন্য কোনও পদক্ষেপ নিতে বাধ্য হব। উৎসব যদি অন্যের অশান্তির কারণ হয় এবং লাগাতার হয়েই চলে, তবে তা স্রেফ অসভ্যতা ও অন্যায়।’
শ্রীজাত তাঁর সমস্যার জন্য তাঁর কমেন্ট বক্সে নেট নাগরিকরা কিন্তু তাঁকে উল্টো প্রতিক্রিয়াই দিলেন। এক ব্যক্তি লেখেন, ‘প্রতি বছর এই একই কথা ঘ্যাঘ্যান করে না লিখে কিছু করতে পারতেন। সেলিমপুর থেকে ওএটি-র শব্দতে অতিষ্ঠ হচ্ছেন? বেশ, বেশ। সম্প্রতি একটা মিছিল নিয়ে শ্রীরামপুর, হাওড়া শিবপুর, ডালখোলায় কতকাণ্ড হল, কত মানুষের কাজ, জীবন,জীবিকা বিপন্ন হল, তার জন্য কটা শব্দ ফেসবুকে লিখেছেন?’ আরেক ব্যক্তি লেখেন, ‘সেলিমপুর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের এরম আল্ট্রাসনিক শব্দ শোনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যাতে আপনাকে জরুরি ভিত্তিতে আল্ট্রাশ্রী পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।’ তিনি কবিকে খোঁচা দিয়ে কমেন্টে লেখেন, ‘বিশ্বকবি শ্রীজু দা।’
অপর এক নেটনাগরিক মজা করে লেখেন, ‘দেবদীপ মুখোপাধ্যায় যখন যাদবপুরে শব্দবাজি ছাদেই ফাটাই গাইছেন তখন বিশ্বকবি শ্রীজাত ফেসবুক পোস্ট লিখিতে বসিলেন। আপনার জন্য দুঃখ হয় কবিদা।’ কেউ কেউ আবার এদিন তাঁকে হাওড়ার ঘটনা নিয়ে চুপ থাকার জন্যও তোপ দাগেন। কেউ আবার সেলিমপুরে বসে যাদবপুর ওপেন এয়ার থিয়েটারের শব্দ এত জোর শুনতে পাওয়ার জন্য উপহাসও করেন। অনেকই আবার তাঁকে ‘দিদিকে বলো’-তে অভিযোগ জানানোর পরামর্শও দেন তাঁকে।