সৃজিতের ঝুলিতে জাতীয় পুরস্কার, উৎসর্গ করলেন যিশু ও সোমনাথকে

বাংলাহান্ট ডেস্ক: জাতীয় পুরস্কার যে এবারও বাঙালির ঘরে আসছে তার ঘোষনা আগেই শোনা গিয়েছিল। সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’ ছবির হাত ধরে বাংলায় আসছে জাতীয় পুরস্কার। শুধু প্রতীক্ষা ছিল পুরস্কার হাতে পাওয়ার। অবশেষে গত ২৩ ডিসেম্বর সৃজিতের হাতে উঠল সেই পুরস্কার। এক্কেবারে বাঙালি সাজে জাতীয় পুরস্কার নিলেন সৃজিত।

download 1 17

ঘিয়ে ও খয়েরি রঙের পাঞ্জাবিতে খাঁটি বাঙালি বাবু সেজে মঞ্চে ওঠেন সৃজিত মুখার্জি। উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে এক যে ছিল রাজা ছবির জন্য জাতীয় পুরস্কার নেন পরিচালক। তাঁর মুখের অনাবিল হাসিই বলে দিচ্ছিল পুরস্কার জিতে কী পরিমাণ খুশি হয়েছেন তিনি। অবশ্য তাঁর তরফ থেকে চমক আরও বাকি ছিল। পুরস্কার হাতে পাওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন তিনি। সেখানে এই পুরস্কার তাঁর ছবির অভিনেতা যিশু সেনগুপ্ত ও মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুকে উৎসর্গ করেন। এই নিয়ে ২৩টি পুরস্কার জিতেছে সৃজিতের এই ছবি।

‘কেদারা’ ছবির জন্য বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। এইদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা মিলেছে তাঁরও। এছাড়াও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’ ছবিটি পেয়েছে সেরা সংলাপের জন্য পুরস্কার।

https://www.instagram.com/p/B6av4VrJpLM/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6ZuAR3J_sg/?utm_source=ig_web_copy_link

প্রথম ডেবিউ পরিচালক হিসাবে জাতীয় পুরস্কার জিতে নিলেন সাগ্নিক চট্টোপাধ্যায়। ‘ফিফটি ইয়ার্স অফ রে’স ডিটেকটিভ’ –এর জন্য সেরার পুরস্কার পেলেন তিনি। ফেলুদাকে নিয়ে বানানো তথ্যচিত্র এটি। এছাড়াও সেরা সঙ্গীতশিল্পীর পুরস্কারও এসেছে বাঙালির ছেলের হাত ধরে। ‘পদ্মাবত’ ছবির ‘বিনতে দিল’ গানটির জন্য সেরার পুরস্কার পেয়েছেন অরিজিত সিং। সেরা বিনোদনমূলক ছবি নির্বাচিত হয়েছে ‘বধাই হো’। সেরা হিন্দি ছবি ‘অন্ধাধুন’।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর