বাঘের খাদ‍্য হওয়ার দাম দশ লক্ষ টাকা! পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে নতুন ছবি নিয়ে আসছেন সৃজিত

বাংলাহান্ট ডেস্ক: তিন নম্বর বলিউড ছবির ঘোষনা সেরে ফেললেন পরিচালক সৃজিত মুখোপাধ‍্যায় (srijit mukherjee)। তৃতীয় ছবিতেও ভিন্ন ধরনের গল্প নিয়ে আসতে চলেছেন ‘গুমনামী’ পরিচালক। এবারে বাঘ নিয়ে কারবার তাঁর। সৃজিতের এই সফরে সঙ্গী হবেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (pankaj tripathi)।

ব‍্যাপারটা খোলসা করেই বলা যাক। সৃজিতের আগামী ছবি ‘শের দিল’ এর মূল বিষয়বস্তু হল বাঘ। ২০১৬ সালে এই ছবির ভাবনা খুঁজে পান সৃজিত। ওই বছরে খবরের কাগজে একটি ঘটনার কথা পড়েছিলেন তিনি। নেপাল সীমান্তে ৬০২ কিমি জুড়ে একটি ব‍্যাঘ্র প্রকল্প রয়েছে। সেখানে বাঘের সংখ‍্যা আনুমানিক পঞ্চাশের বেশি।

srijitmukherji 1200 1
নেপাল সরকারের নির্দেশ অনুসারে ব‍্যাঘ্র প্রকল্পের কোনো বাঘের আক্রমণে যদি বাইরের কোনো এলাকাবাসীর মৃত‍্যু হয় তাহলে সরকারের তরফে মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ওই ক্ষতিপূরণের আশায় আশায় অনেক হতভাগ‍্য মানুষ নিজের ইচ্ছায় বাঘের মুখে গিয়ে পড়ে, যাতে টাকাটা তার পরিবারের মানুষ পায়।

এই ঘটনা থেকেই ছবির ভাবনা খুঁজে পেয়েছিলেন সৃজিত। সত‍্য ঘটনা অবলম্বনেই নাকি তৈরি হচ্ছে শের দিল। ছবির ঘোষনা অবশ‍্য অনেক পরে, ২০১৯ সালে। এই ছবির চিত্রনাট‍্য নিয়ে আলোচনা করতেই নাকি চলতি বছরে দূর্গাপুজোর সময় কলকাতায় এসেছিলেন পঙ্কজ ত্রিপাঠি।

ju 1599289873
গত বছর করোনা আবহে ছবির শুটিং শুরু করতে পারেননি সৃজিত। শোনা যাচ্ছে, চলতি মাসের ১৮ তারিখ থেকে উত্তরবঙ্গে শুরু হতে পারে শুটিং। পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও ছবিতে দেখা যেতে পারে সায়নী গুপ্ত এবং নীরজ কবিকে।
বলিউডে সৃজিতের পরিচালনায় প্রথম ছবি ‘বেগম জান’। আগামীতে মিতালী রাজের বায়োপিক ‘সাবাশ মিথু’র পরিচালনা করছেন তিনি। এছাড়া বলিউডে উত্তম কুমারকে নিয়ে ছবি ‘অতি উত্তম’ও মুক্তির অপেক্ষায় রয়েছে সৃজিতের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর