‘বাঙালির দুই সিং’, অরিজিতের সঙ্গে এক আসনে বসিয়ে রিঙ্কুকে কাছে টানলেন সৃজিত

বাংলাহান্ট ডেস্ক: রবিবার গোটা বাংলা জুড়ে সবার মনে বেজেছে শুধু একটাই গান, সিং ইজ কিং। রিঙ্কু সিং (Rinku Singh), তিনিই বাংলার নতুন কিং। রবিবার গুজরাত টাইটানস এর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ হাতের বাইরে বেরিয়ে যাওয়া ম্যাচ কি অলৌকিক শক্তিতে জিতে এনেছেন রিঙ্কু, সেটা যে না দেখেছে সে বিশ্বাস করতেই পারবে না। আবেগের আতিশয্যে অরিজিৎ সিং (Arijit Singh) এর সঙ্গে রিঙ্কুকেও এক আসনে বসালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘বাঙালির দুই সিং, অরিজিৎ আর রিঙ্কু’। প্রথম জন বাঙালির নয়নের মণি। জিয়াগঞ্জের ঘরের ছেলে অরিজিৎ বিশ্বজুড়ে বাংলার মুখ উজ্জ্বল করছেন। বাবা পঞ্জাবি হলেও তাঁর মা ছিলেন বাঙালি। অরিজিৎ নিজেও মনেপ্রাণে বাঙালি। আর এবার বাংলার মানুষের গর্ব করার মতো আরো এক সিং যোগ হল তালিকায়।

rinku singh

উত্তরপ্রদেশের ছেলে রিঙ্কুকেও আপন করে নিয়েছে বাঙালি। সর্বত্র তাঁরই জয়জয়কার। কেকেআর মালিক শাহরুখ খানও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। আর এবার সৃজিত প্রকাশ করলেন প্রত্যেকটা বাঙালির মনের কথা। তাঁর পোস্টের কমেন্ট সেকশনও বলে দিচ্ছে যে নেটিজেনরাও এক্ষেত্রে সমর্থন করছেন সৃজিতকে।

পরপর দুই ম্যাচে দুরন্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সহজ জয়ের পর গুজরাতের বিরুদ্ধে হারতেই বসেছিল কলকাতা। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিঙ্কু। ৫ বলে দরকার ছিল ২৮ রান। কলকাতাবাসী যখন হারের অপেক্ষা করছে তখনি ঘটল অবিশ্বাস্য এক ঘটনা।

1609143690 5fe9958a17764 srijit mukherjee

পরপর পাঁচটা ছক্কা মেরে ৩০ রান তুললেন রিঙ্কু সিং। কেকেআর তো ম্যাচ জিতলই, উপরন্তু আইপিএলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল এই দুর্ধর্ষ ইনিংস। তাবড় ক্রিকেটারদেরও টি ২০-র কেরিয়ারে এমন রেকর্ড নেই। উত্তরপ্রদেশের আলিগড়ের রিঙ্কু সিং এখন ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র বলে গণ্য হচ্ছেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর