‘মন ফাগুন’ শেষে আর কাজের ডাক নেই, অভিনয় ছেড়ে শেষমেষ নতুন পেশা বাছলেন ‘পিহু’ সৃজলা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দর্শকদের নতুন কিছু উপহার দিতে সবসময়ই ফ্রেশ মুখের দিকে নজর থাকে সিরিয়াল নির্মাতাদের। এমন মুখ যে যা আগে কখনো ছোটপর্দায় দেখেননি দর্শকরা। এভাবেই হাজির হয়েছিলেন সৃজলা গুহ (Srijla Guha)। মডেলিং জগতের পরিচিত মুখ হলেও অভিনয়ে তিনি ছিলেন একেবারেই আনকোরা। ‘মন ফাগুন’ এর হাত ধরেই প্রথম অভিনয় জগতে পা রাখেন সৃজলা।

ডেবিউ সিরিয়ালেই শন বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। অনুরাগীদের মতে, শন যে সিরিয়ালে থাকবেন সেই সিরিয়ালই হিট হবে। সেটাই হয়েছিল। আর শনের সঙ্গে যথাযথ পাল্লা দিয়েছিলেন সৃজলা। দুজনের জুটি ‘পিহুঋষি’ নামে জনপ্রিয় হতে সময় লাগেনি।


কয়েক সপ্তাহ হল শেষ হয়ে গিয়েছে মন ফাগুন। শেষ সপ্তাহ পর্যন্ত সেরা দশের টিআরপি তালিকায় জায়গা ধরে রেখেছিল মন ফাগুন। দর্শকদের অনেকেই অভিযোগ করেছিলেন, সময়ের আগেই তড়িঘড়ি শেষ করে দেওয়া হয়েছিল সিরিয়ালটি। মনে পাথর চাপা রেখেই শন সৃজলা জুটিকে বিদায় জানিয়েছিলেন তারা।

সিরিয়াল শেষ হওয়ার পর ফটোশুট নিয়েই ব‍্যস্ত ছিলেন সৃজলা। এখনো পর্যন্ত নতুন কোনো সিরিয়ালে ডাক পাননি বলেই জানান তিনি। তবে এক মিউজিক ভিডিওতে দেখা যেতে পারে সৃজলাকে। নায়ক বদলে জন ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে নাকি নতুন মিউজিক ভিডিও আনছেন তিনি। প্রযোজনায় এসভিএফ।


তবে এসব ছাড়াও আরো এক পরিচয় হয়েছে সৃজলার। মডেল, অভিনেত্রীর পর তিনি এখন লেখিকাও বটে। সদ‍্য নতুন বই প্রকাশিত হয়েছে তাঁর। আসলে লেখালেখির শখ তাঁর অনেক দিনের। ছোট থেকে কবিতা লিখতেন। তবে এবারে কবিতা নয়, বরং এক মিষ্টি প্রেমের গল্প উপহার দিয়েছেন তিনি পাঠকদের। বইয়ের নাম ‘ফরএভার জানুয়ারি’। এবার অভিনেত্রী সৃজলা নাকি লেখিকা সৃজলা কাকে বেশি পছন্দ করবেন অনুরাগীরা সেটা সময়ই বলবে।

সম্পর্কিত খবর

X