ম্যাচ গড়াপেটা করায় শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটারকে আট বছরের জন্য নিষিদ্ধ করলো ICC

বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেট দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার কারণে শ্রীলংকার প্রাক্তন তারকা ক্রিকেটার দিলহার লোকুহেতিগে-কে এবার নিষিদ্ধ করলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আইসিসি তরফ থেকে গত 3 এপ্রিল 2019 সালে তার ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার স্থায়ীভাবে পুরোপুরি আট বছরের জন্য দিলহার লোকুহেতিগে-কে সমস্ত ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করল আইসিসি।

আইসিসির দুর্নীতি দমন শাখার অন্যতম প্রধান কর্মকর্তা অ্যালেক্স মার্সেল জানিয়েছেন, ” দিলহার লোকুহেতিগে দীর্ঘদিন শ্রীলঙ্কা হয়ে ক্রিকেট খেলেছেন এবং শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আইসিসির বেশকিছু দুর্নীতি দমন শিক্ষামূলক মিটিংয়ে উপস্থিত ছিলেন। তাই তিনি নিজেও জানেন তিনি আইসিসির নিয়ম লঙ্ঘন করেছেন এবং ক্রিকেট দুর্নীতি করেছেন।”

n272420944cab672b72dc6d776a437739e867cef68b700971e29b44e6b7f46126f40567993 1

2017 সালে আমিরশাহীতে আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলাকালীন তিনি সরাসরি ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। তখন থেকেই তাঁর বিরুদ্ধে শুনানি চলছিল। তার বিরুদ্ধে অভিযোগ তিনি আইসিসির কোড 2.1.1, 2.1.4 এবং 2.4.4 ভঙ্গ করেছেন যার কারণে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিচার করে তাকে আট বছরের জন্য সমস্ত ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করলো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার। উল্লেখ্য, শ্রীলঙ্কার হয়ে দুটি টি-টোয়েন্টি এবং নয়টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।


Udayan Biswas

সম্পর্কিত খবর