নিউজিল্যান্ড, ইংল্যান্ডের পর এবার পাক সফর বাতিল শ্রীলঙ্কার! খারাপ সময় কাটছেইনা রামিজ রাজাদের

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। বিশেষত নিউজিল্যান্ড পাকিস্তানে আসার পরেও যেভাবে সিরিজ বাতিল করেছিল তারপর থেকেই এই খারাপ সময় চলেছে তাদের জন্য। পরবর্তী ক্ষেত্রে সফর বাতিল করে ইংল্যান্ডও। আর এবার পাকিস্তান শ্রীলঙ্কা সফরও বাতিল হয়ে গেল। বোর্ড প্রধান রমিজ রাজার কাছে যে এটি একটি বড় ধাক্কা এ নিয়ে কোন সন্দেহ নেই।

শ্রীলঙ্কা মহিলা দলের পাকিস্তান সফর করার কথা ছিল আগামী ১৫ অক্টোবর থেকে। কিন্তু শ্রীলঙ্কা মহিলা দলের কোচ হাসান তিলকারত্নে জানিয়েছেন এই সফর বাতিল করে দিতে হচ্ছে শ্রীলঙ্কাকে। যদিও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড যেমন নিরাপত্তাকে কারণ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিল তা করেনি শ্রীলঙ্কা। বরং নিজে থেকে পাকিস্তান সফর বাতিল করতে ইচ্ছুক ছিল না তারা। কারণ ২০১৯ সালে অক্টোবর মাসে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল শ্রীলঙ্কার মহিলা দল।

করোনার জেরে এরপর প্রায় দেড় বছর ধরে একের পর এক সিরিজ বাতিল হয়ে যাচ্ছে তাদের। তাই ম্যাচ খেলার জন্য কার্যত মুখিয়ে ছিল তারা। কিন্তু এবার সমস্যা তৈরি হল পাকিস্তানেই। তিলকারত্নে জানিয়েছেন, “এটা হতাশাজনক যে সিরিজটি হবে না। পাকিস্তানের পক্ষ থেকে এই সিরিজ বাতিল করা হয়েছে। কারণ তাদের কিছু লজিস্টিক সমস্যা ছিল।”

images 2021 10 07T180139.550

অন্যদিকে পাকিস্তানের জন্য দেখতে গেলে এটা একটি বড় আঘাত হতে চলেছে। কারণ একদিকে যখন তাদের দেশে সিরিজ খেলতে চাইছে না অন্য দলগুলি, তখন শ্রীলঙ্কা রাজি ছিল ক্রিকেট খেলতে। কিন্তু লজিস্টিক সমস্যার কারণে পাকিস্তান পিছিয়ে যাওয়ায় একটি সিরিজ বাতিল করতে হল। প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হওয়ার পর থেকে অনেকেই মনে করেছিলেন এবার পুরোদমে ফের একবার খেলা শুরু হবে পাক-ভূমে। কিন্তু তাদের দেশে আসার পরেও নিউজিল্যান্ড বেঁকে বসায় ফের একবার বড় সমস্যায় পড়েছে পাকিস্তান। তার ওপর সফর বাতিল করেছে ইংল্যান্ডও। আগামী দিনের অস্ট্রেলিয়ার আসার কথা রয়েছে পাকিস্তানে। এখন তারা কি করে সে দিকেই নজর থাকবে সকলের।

 

 

Abhirup Das

সম্পর্কিত খবর