বাংলাহান্ট ডেস্ক: কাজ করিয়ে এবার প্রাপ্য পারিশ্রমিক দিচ্ছে না। টলিউডের এক প্রথম সারির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন অভিনেত্রী শ্রীতমা দে (Sritama Dey)। খুব বেশি নাম করতে না পারলেও এর মধ্যেই কয়েকটি ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছেন তিনি। এবার শ্রীতমার অভিযোগ, এক নামী প্রযোজনা সংস্থা তাঁকে দিয়ে কাজ করিয়েও বকেয়া টাকা দেয়নি।
সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানিয়ে পোস্ট করেছেন তিনি এ বিষয়ে। শ্রীতমা জানান, গত বছরের অগাস্ট মাসে ওই প্রযোজনা সংস্থার একটি ওয়েব সিরিজে কাজ করেছিলেন তিনি। আগাম প্রথম কিস্তির টাকাটাই শুধু পেয়েছেন তিনি এখনো পর্যন্ত। বাকি বকেয়া টাকাটা এখনো আটকে। শ্রীতমার অভিযোগ, প্রাপ্য পারিশ্রমিক চাইতেই প্রযোজনা সংস্থার আর কেউ ফোন তুলছেন না তাঁর। সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
শ্রীতমা জানান, ওই সংস্থার কর্ণধারের স্ত্রীকেও তিনি মেসেজ করেছিলেন পারিশ্রমিকের সমস্যার কথা জানিয়ে। কোনো উত্তর আসেনি। মেসেজটি নাকি এখনো সিনই করেননি তিনি। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রযোজনা সংস্থার নাম উল্লেখ করেননি শ্রীতমা।
শুধু জানিয়েছেন, ‘আমার অনেক বন্ধুরা আমায় বারন করেছে career এর শুরুর দিক তোর এমন করিস না, তোকে তখন কাজ দেবে না।
তাহলে জানিয়ে রাখি সত্যি কথা বলার জন্য কাজ হারাবার ভয় আমি পাই না।’
বহরমপুরের মেয়ে শ্রীতমা। কলকাতায় এসেছিলেন অভিনয়ে কেরিয়ার বানাতে। সবে শুরু করেছেন কেরিয়ার। এর মধ্যেই এমন বিপত্তি। শ্রীতমা বলেন, কলকাতায় নিজের খরচ নিজেকেই চালাতে হয় তাঁকে। এরপরেও প্রযোজনা সংস্থার টনক না নড়লে নাম জানাতে বাধ্য হবেন বলে জানিয়ে দিয়েছেন শ্রীতমা। উল্লেখ্য, এখনো পর্যন্ত মহিষাসুরমর্দ্দিনী, সাহেবের কাটলেট, সমরেশ বসুর প্রজাপতি ছবিতে অভিনয় করেছেন তিনি।