গোপনে বিয়ে সারলেন শ্রীতমা! নেটমাধ্যমে ছবি প্রকাশ্যে আসতেই পড়ে গেল হইচই

বাংলাহান্ট ডেস্ক : বাংলা বিনোদন জগতে জনপ্রিয় মুখ শ্রীতমা ভট্টাচার্য (Sreetama Bhattacharjee) জি বাংলা (Zee Bangla) হোক কিংবা স্টার জলসা (Star Jalsa) সর্বত্রই দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রীর আরও একটি পরিচয় হল তিনি তৃণমূলের কাউন্সিলর। বরাবরই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভীষণ সক্রিয় শ্রীতমা। মাঝেমধ্যেই পোস্ট করেন ছবি।

চলতি মাসের ১০ তারিখ অর্থাৎ বুধবার ছিল অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যের জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটা পরিবারের সঙ্গে কাটিয়েছেন পর্দার ঝিলিক। ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন নানান মুহূর্তের ছবি। আর তাতেই ঘটে গেল বড়সড় বিপত্তি।

Sreetama Bhattacharjee

জন্মদিন উপলক্ষে সাদা সুতোর কাজ করা হলুদ পোশাক পড়েছিলেন অভিনেত্রী। সেজে উঠেছিলেন প্রিন্সেস বেসে। নিজের জীবনের বিশেষ এই দিনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন শ্রীতমা। অভিনেত্রীকে দেখেই ক্ষেপে গেলেন সমালোচকেরা। মন ভরে করলেন কটাক্ষ।

আসলে অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা গেছে তার মাথায় লাল সিঁদুর। যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। একজন প্রশ্ন করলেন, ‘বিয়েটা কবে করলে’? অন্য আর একজন লিখলেন, ‘ বিয়ে করে নিলে অথচ জানতেই পারলাম না’। যদিও ভক্তরা পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর।

বর্তমানে জি বাংলার পর্দায় ‘সোহাগ জল’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে শ্রীতমা ভট্টাচার্যকে। জন্মদিনের দিনও ছুটি নেননি তিনি। সারাদিন কাটিয়েছেন শ্যুটিং সেটেই। এই ধারাবাহিকে নায়কের দিদির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। পর্দায় তিনি বিবাহিত। তাই অনেকেরই মতে, প্যাক আপ হওয়ার পর তাড়াতাড়ি বাড়ি ফিরতে গিয়েই হয়তো সিঁদুর তুলতে ভুলে গেছেন অভিনেত্রী। আর তা নিয়ে গন্ডগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নিজের জন্মদিনে নিজেকে উপহার দিয়েছেন শ্রীতমা। কাজের চাপে নিজেকে একেবারেই সময় দিয়ে উঠতে পারেন না অভিনেত্রী। তবে জীবনের বিশেষ এই দিনে নিজেকে কথা দিয়েছেন আবারও নাচের জগতে ফিরে যাবেন তিনি। খুব শীঘ্রই খুলবেন একটি নাচের স্কুল।

additiya

সম্পর্কিত খবর