ভক্তের ভগবান! শাহরুখের জন্মদিনে সোশ‍্যাল মিডিয়া ভাসল শুভেচ্ছায়, শুরু নতুন ট্রেন্ড

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রির কিং খানের জন্মদিন। ২ রা নভেম্বর ৫৬ তে পড়লেন শাহরুখ খান (shahrukh khan)। এ বছরের জন্মদিনটা অন‍্যান‍্য বছর গুলোর থেকে অনেকটাই আলাদা, তাঁর কাছে অনেকটাই বেশি স্পেশ‍্যাল। কারণ জন্মদিনের ঠিক আগে আগে ছেলে আরিয়ানকে জেল থেকে ছাড়িয়ে আনতে পেরেছেন তিনি। সেলিব্রেট করারই সময় বটে।

শিল্পীদের জনপ্রিয়তা শুধুমাত্র ভক্তদের জন‍্যই। এ কথাটা শাহরুখের জন‍্যই খুবই খাটে। বলিউড অভিনেতাদের মধ‍্যে অন‍্যতম বড় ফ‍্যানবেস তাঁর। কিং খান, বাদশা এই নামগুলো অনুরাগীরাই তাঁকে দিয়েছে ভালবেসে। যখনি শাহরুখ বিপদে পড়েছেন, তাঁর কঠিন সময়ে সবার আগে ঢাল হয়ে দাঁড়িয়ে তাঁর বিশাল ফ‍্যানবেস।


অতি সম্প্রতি আরিয়ানের মাদক কাণ্ডেই কিং খান অনুরাগীদের ক্ষমতা বোঝা গিয়েছিল। নিন্দুকরা একদিকে যেমন সোশ‍্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিল, খারাপ অভিভাবক হিসেবে এসআরকে কে দাঁড় করিয়েছিল কাঠগড়ায় তখন ভক্তরাই পালটা প্রতিবাদের আওয়াজ তুলেছিল। ট্রেন্ডিংয়ে চলে এসেছিল হ‍্যাশট‍্যাগ ‘আই স্ট‍্যান্ড উইথ এসআরকে’।

এবার ভক্তের ভগবানের জন্মদিনেও নতুন ট্রেন্ড শুরু হল টুইটারে। হ‍্যাশট‍্যাগ ‘হ‍্যাপি বার্থডে এসআরকে’ ট্রেন্ডে ভাসল টুইটার। ‘আমরা সব প্রতিকূল সময়ে আপনাদের পাশে দাঁড়াব, আপনি মনের জোর রাখুন’, এমনি সব শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

প্রতি বছর জন্মদিনের দিন মন্নতের ব‍্যালকনিতে এসে ভক্তদের জমায়েতের দিকে তাকিয়ে হাত নাড়েন শাহরুখ। এই একটা মুহূর্তের জন‍্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন অনুরাগীরা। তবে এ বছরে শাহরুখ জানিয়েছিলেন বড়সড় পার্টি তিনি করবেন না। সেই সঙ্গে ভক্তদেরও অনুরোধ জানিয়েছিলেন মন্নতের সামনে ভিড় না করতে। কিন্তু এখনো আশা ছাড়েননি অনুরাগীরা।

শনিবার মন্নতের বাইরের চিত্রটা দেখার মতোই ছিল। এদিন আরিয়ানকে নিয়ে বাড়ি ফেরেন শাহরুখ। ‘ওয়েলকাম হোম প্রিন্স’ লেখা বড় বড় পোস্টার, ব‍্যানার নিয়ে মন্নতের বাইরে জড়ো হয় শাহরুখের ফ‍্যানক্লাবের সদস‍্যরা। ঢোলের বাজনার সঙ্গে সঙ্গে মন্নতে প্রবেশ করে শাহরুখের গাড়ি।

পাশাপাশি সানাইয়ে ছিল ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’এর আইকনিক সুরও। একজন পুরোহিতকে মন্নতের ফটকের বাইরে বসে হনুমান চালিশা পড়তে দেখা যায়। একজন গোমাতাকেও চেলি পরিয়ে সাজিয়ে নিয়ে আসে। আরিয়ানের বাড়ি ফেরার আনন্দে সকলেই উচ্ছ্বসিত।

X