বাংলা হান্ট ডেস্ক: আগামী ৯ আগস্ট লা ট্রোব বিশ্ববিদ্যালেয়ের মেলবোর্ন ক্যাম্পাসে সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়া হবে শাহরুখকে।গত ৫ এপ্রিল লন্ডন ইউনিভার্সিটি অফ ল-এর তরফে মানবপ্রীতিতে ডক্টর উপাধি দেওয়া হয় কিং খানকে। তার আগে লন্ডনের এডিনবার্গ ও বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের তরফেও সাম্মানিক ডক্টরেট পেয়েছেন তিনি। এবার অষ্ট্রেলিয়ায় ডক্টরেট পাওয়ায় অভিভূত শাহরুখ খান। বলেন, “আমি সত্যিই অভিভূত। লা ট্রোব বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ আমার কাজকে সম্মান জানানোর জন্য।”
সামাজের ভালোর সাথে যুক্ত নানা কাজে সবসময়ই এগিয়ে এসেছেন তিনি। তাঁর মীর ফাউন্ডেশনের তরফে করা বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম এর জন্য তাকে এই সাম্মানিক উপাধি দিয়ে পুরষ্কৃত করতে চলেছে অষ্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়। লা ট্রোবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় এই খবর। কিছুদিন পরেই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন(IFFM) উপলক্ষে অষ্ট্রেলিয়া পাড়ি দিচ্ছেন কিং খান। সেই সময়েই ‘ডক্টর অফ লেটারস’ উপাধিতে ভূষিত করা হবে তাঁকে।
চলতি বছরে ফাদার্স ডে উপলক্ষে অ্যাসিড আক্রান্ত মহিলাদের সাহায্যের জন্য একটি প্রতিষ্ঠান খুলেছিলেন শাহরুখ। তাঁর বাবার নামে,ফাউন্ডেশনটি র নাম হয় ‘মীর ফাউন্ডেশন’। প্রতিষ্ঠানটির লক্ষ্য সমাজের গোড়ায় পরিবর্তন ঘটানো। সমাজ যাদের থেকে অনেকটা ছিনিয়ে নিয়েছে তাদের পাশে দাড়ানো। অ্যাসিড আক্রান্ত মহিলাদের চিকিৎসা, তাঁদের আইনি লড়াইয়ের ব্যবস্থা, থাকার বন্দোবস্ত সব ক্ষেত্রেই সাহায্য করে শাহরুখের সংগঠন। শুধু তাই নয়, সারা দেশে বিভিন্ন হাসপাতালে দরিদ্র মহিলা ও শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা, স্বাস্থ্য শিবির, ছবি দেখার বন্দোবস্ত করাও এই প্রতিষ্ঠানের কাজের মধ্যেই পড়ে।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর