কাউকে ভরসা নেই, কাজে ফেরার আগে আরিয়ানের ভার নিজের দেহরক্ষীকেই দেবেন শাহরুখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাদক কাণ্ডে জামিন পেয়ে বাড়ি ফিরেছেন আরিয়ান খান (aryan khan)। দুঃসময় কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে খান পরিবার। মাদক কাণ্ডের তদন্ত এখনো চলায় দেশ তো দূর মুম্বই ছেড়ে যাওয়ারও উপায় নেই আরিয়ানের। কিন্তু শাহরুখের (shahrukh khan) তো বসে থাকলে চলবে না। কাজে ফিরতে হবে তাঁকে। শোনা যাচ্ছে, আরিয়ানের জন্মদিন কাটিয়েই ‘পাঠান’ এর স্পেন উড়ে যাবেন শাহরুখ। তার আগে বিশ্বস্ত কারোর হাতে ছেলের ভার অর্পণ করে যাবেন তিনি।

জামিন মেলার পরেও প্রত‍্যেক শুক্রবার নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর দফতরে হাজিরা দিতে হচ্ছে আরিয়ানকে। শাহরুখ বিদেশ চলে গেলে ছেলেকে দেখবে কে? একা একা আরিয়ানকে ছাড়তে রাজি নন কিং খান। আবার বাবার আদুরে ছেলে নাকি অচেনা মানুষের সঙ্গেও তেমন স্বচ্ছন্দ নন। তাই সবদিক ভেবেচিন্তে নিজের দেহরক্ষী রবি সিংহকেই আরিয়ানের দেখভালের দায়িত্ব দিচ্ছেন বাদশা। নিজে নাকি অন‍্য দেহরক্ষী নিয়োগ করবেন আপাতত।


বলিউড বাদশার ছায়াসঙ্গী রবি সিংহ। প্রতি পদে পদে তাঁকে অনুসরণ করে চলেন রবি। ইন্ডাস্ট্রিতে শাহরুখের জনপ্রিয়তার কথা মাথায় রেখে যথেষ্ট কড়া ভাবে নিজের দায়িত্ব পালন করেন তিনি।
ছবির সেট থেকে অন‍্যান‍্য যেকোনো ইভেন্ট, সবসময় ছায়ার মতো অভিনেতার পাশে পাশে থাকেন রবি। তাঁর নিরাপত্তার ফাঁক গলে একটা মাছিরও প্রবেশ করার সাধ‍্য নেই। এমনকি রাস্তায় শাহরুখ কোনো সিগারেটের টুকরো ফেললে সেটাও কুড়িয়ে ডাস্টবিনে ফেলার কাজ রবির।

এমন একজন দেহরক্ষীর পারিশ্রমিকটাও যে নেহাত কম হবে না তা বলা বাহুল‍্য। রবির পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠতে বাধ‍্য। বছরে ২.৫ কোটি টাকা পারিশ্রমিক পান শাহরুখের দেহরক্ষী। আরিয়ানের ব‍্যাপারে এতদিনের চেনা, বিশ্বাসী রবির উপরেই তাই ভরসা করছেন কিং খান।

সম্পর্কিত খবর

X