বাংলাহান্ট ডেস্ক: বুঝুন কাণ্ড! চার বছর পর কামব্যাক করছেন শাহরুখ খান (Shahrukh Khan)। উপর্যুপরি তিন তিনটে ছবির ঘোষনা করে দিয়েছেন। ২০২৩ জুড়ে রাজত্ব করবেন কিং খান। তার মধ্যে থেকেই একটি ছবি বেরিয়ে গেল কপি! ‘জওয়ান’ (Jawan) এর টিজার প্রকাশ্যে আনতেই হাতেনাতে ধরলেন নেটনাগরিকরা। হলিউড থেকে হুবহু টোকা শাহরুখের ছবি!
শুক্রবার অনেক অপেক্ষার পর নাটকীয় ভাবে ‘জওয়ান’ এর টিজার প্রকাশ্যে এনেছিলেন শাহরুখ। পরিচালক অ্যাটলির সঙ্গে এই ছবিটির শুটিং চলছিল অনেক দিন ধরেই। কিন্তু ছবির নাম, গল্প সবই এতদিন লুকিয়ে রেখেছিলেন শাহরুখ। শুক্রবার প্রথম ঝলক প্রকাশ্যে আনতেই হই হই করে উঠলেন সিনেপ্রেমীরা।
প্রথম ঝলকে শাহরুখের গোটা মুখটা ব্যান্ডেজের আড়ালে ঢাকা। লাল দগদগে ক্ষত গুলোকে ঢাকার বৃথা চেষ্টা। শুধুমাত্র একটা চোখ উঁকি দিচ্ছে ব্যান্ডেজের ফাঁক দিয়ে। তাতেও রক্ত জমা। অন্ধকার স্যাঁতস্যাঁতে একটা ঘরে তাঁর বসবাস। তবে একা নয়, একগাদা অস্ত্রশস্ত্রেরও দেখা মিলেছে ওই ভিডিওতে।
টিজারটা দেখেই সন্দেহ উঁকি দিয়েছিল কয়েক জনের মনে। বড্ড চেনা চেনা ঠেকছে শাহরুখের লুকটা। খোঁজ করতেই সামনে এল চাঞ্চল্যকর ব্যাপার। ১৯৯০ সালের স্যাম রাইমি (Sam Raimi) পরিচালিত ছবি ‘ডার্কম্যান’এ (Darkman) অভিনেতা লিয়াম নিসনের (Liam Neeson) লুক অনেকটাই এমন ছিল। ব্যান্ডেজে ঢাকা শুধু একটা চোখ বের উঁকি দিচ্ছে। হলিউড ও বলিউডের মধ্যে কী আশ্চর্য মিল!
https://twitter.com/JoinTheShahid/status/1532650564214878209?t=YPTSmUnRfl4PnItT1n8saw&s=19
ব্যস, মিল পেতেই শোরগোল শুরু করে দেন নেটনাগরিকদের একটা বড় অংশ। চার বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ। অন্তত একটা আসল গল্প নিয়ে ফিরতেন। সেই হলিউডকেই নকল করতে হল! এমনকি প্রথম লুকটা পর্যন্ত পুরোপুরি ঝাঁপা! ক্ষুব্ধ সিনেপ্রেমীরা।
As usual a copy of 1990 Hollywood film Darkman what else do u expect from Hakla SRK. Even the first look is a complete copy of the Liam Nesson classic… ❤️de ka king khan..
दो साल बाद आया वो भी चेहरा छुपा के , परिवार नशेड़ी और गंजेडी हो तो आदमी चेहरा छुपाएगा ही ना ..
— Anand Gupta 🇮🇳 (@Guru_Banarasi) June 3, 2022
অন্যদিকে শাহরুখ প্রেমীদের দাবি, প্রথম লুক দেখেই এত নেতিবাচকতা না ছড়ানোই ভাল। আগে ছবিটা মুক্তি পাক। এমনকি ট্রেলারও এখনো সামনে আসেনি। এখন থেকেই হলিউডের ‘কপি’ বলে দাগিয়ে দেওয়া হয়তো ঠিক হচ্ছে না। তবে শাহরুখ এক সাক্ষাৎকারে ‘জওয়ান’ এর চিত্রনাট্যের কৃতিত্ব পরিচালক অ্যাটলিকেই দিয়েছেন। আগামী বছর ২ রা জুন মুক্তি পাবে ‘জওয়ান’।