বলিউডেও ‘অ্যাভেঞ্জারস এন্ডগেম’! শাহরুখ-সলমন-হৃতিককে একসঙ্গে পর্দায় আনছে যশরাজ ফিল্মস

বাংলাহান্ট ডেস্ক: নতুন অভিনেতারা যতই কব্জা করে ফেলুক বলিউডকে, পুরনো অভিনেতাদের ক‍্যারিশ্মাকে অস্বীকার করার জো নেই এখনো। শাহরুখ খান (shahrukh khan), সলমন খান (salman khan), হৃতিক রোশনদের (hrithik roshan) মতো সুপারস্টাররা এখনো শো হাউজফুল করার ক্ষমতা রাখেন। তাই তো যেদিন থেকে জানা গিয়েছে পাঠান ও টাইগার রূপে নতুন অ্যাকশন থ্রিলার নিয়ে আসছেন শাহরুখ সলমন, তখন থেকেই উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে।

কিন্তু শাহরুখের পাঠান, সলমনের টাইগার ও হৃতিকের কবীরকে যদি কখনো একই ছবিতে পাওয়া যায় তাহলে কেমন হবে? তবে জানিয়ে রাখি, অনুরাগীদের আশা পূরণও হতে পারে। এর আগে জল্পনা ছিল, পাঠান বা টাইগার ছবিতে হয়তো ‘ওয়ার’ এর কবীর চরিত্রে দেখা যেতে পারে বলিউডের গ্রিক গডকে। কিন্তু বলিউডি সংবাদ মাধ‍্যম সূত্রে অন‍্য খবর পাওয়া যাচ্ছে।

Salman Khan Shah Rukh Khan to Be a Part of
সূত্র বলছে, পাঠান বা টাইগার থ্রি এর চিত্রনাট‍্য অনুযায়ী, কবীর চরিত্রটির কোনো ছবিতেই গেস্ট অ্যাপিয়ারেন্স দেওয়া সম্ভব নয়। তবে প্রযোজ আদিত‍্য চোপড়া নিজের এই গুপ্তচর সিরিজটাকে খুব পরিকল্পিত ভাবে সাজাচ্ছেন। টাইগার থ্রি বা পাঠানে না হলেও ‘ওয়ার ২’ এর পর নিশ্চয়ই তিন গুপ্তচরের চরিত্রকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।

অর্থাৎ, পাঠান ও টাইগার থ্রি এর পর হৃতিকের ‘ওয়ার ২’ এরও যে কাজ চলছে তা স্পষ্ট হয়ে গেল। সূত্রের আরো খবর, আদিত‍্য চোপড়া মনে করেন শাহরুখ, সলমন ও হৃতিকের গুপ্তচর চরিত্রগুলি যখন পর্দায় মিলিত হবে, তখন ব‍্যাপারটা বলিউডি ‘অ্যাভেঞ্জারস এন্ডগেম’ এর মতোই হবে। সেই মুহূর্তটার জন‍্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করুক, সেটাই চান যশরাজ ফিল্মস প্রোডাকশনের মালিক।

আপাতত পাঠান ও টাইগার থ্রি এর শুটিংয়ের কাজ চলছে। সম্প্রতি ছবির টিজার মুক্তিরও আভাস দিয়েছিলেন সলমন। সম্ভবত খুব শীঘ্রই টাইগার থ্রি এর মুক্তির তারিখও ঘোষনা হতে পারে। তবে পাঠানের শুট এখনো চলছে। ব‍্যক্তিগত কারণে বেশ খানিকটা দেরি হয়ে যাওয়ায় শুট শেষ করতে এখনো সময় লাগবে কিং খানের। তারপরেই প্রকাশ‍্যে আসবে ছবি মুক্তির তারিখ।

Niranjana Nag

সম্পর্কিত খবর