বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জনপ্রিয়তার তালিকায় প্রথম দিকেই নাম থাকবে মহেন্দ্র সিং ধোনির (mahendra singh dhoni)। মিষ্টি স্বভাব, খেলায় অপরিসীম দক্ষতা এবং অসম্ভব ঠাণ্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতার জন্য ক্রিকেটপ্রেমীদের চোখের মণি হয়ে উঠেছে ‘ক্যাপ্টেন কুল’। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও এতটুকু কমেনি তাঁর জনপ্রিয়তা। এমনকি ধোনিকে নিজের দলে নেওয়ার জন্য সর্বস্ব দিয়ে দিতেও রাজি ছিলেন শাহরুখ খান (shahrukh khan)।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই একমাত্র ক্যাপ্টেন যিনি তিনটি আইসিসি ট্রোফিই জিতেছেন। ২০০৭ সালে আইসিসি টি ২০ বিশ্বকাপ, ২০১১ সালে আইসিসি ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ তে আইসিসি চ্যাম্পিয়নস ট্রোফি। চলতি বছরেই দুবাইতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১ এ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ট্রোফি জিতে নেয় ধোনির চেন্নাই সুপার কিংস।
ধোনির নেতৃত্বে চার বার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। ২০০৮ সালে আইপিএলের নিলামে ১১ কোটি টাকায় তাঁকে কিনে নেয় সিএসকে। সেই সময় ওটাই ছিল সবথেকে বেশি মূল্য যা একজন ক্রিকেটারের পেছনে ব্যয় করা হয়েছিল। কিন্তু তারপর থেকে আর কখনোই আইপিএলের নিলামে আসেননি ধোনি।
২০১৬ ও ১৭ দু বছর সিএসকে কে বয়কট করা হয়েছিল আইপিএল থেকে। সে সময়ে পুনের হয়ে খেলছিলেন ধোনি। ২০১৮ তে ফের তিনি চেন্নাই সুপার কিংসে ফেরার তোড়জোড় করছিলেন। তখনি শাহরুখ জানান, নিজের দলে ধোনিকে নেওয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত তিনি।
শাহরুখ সে সময়ে বলেছিলেন, ধোনিকে পাওয়ার জন্য নিজের পাজামা বিক্রি করতেও রাজি তিনি। আগে তিনি নিলামে তো আসুন। কিন্তু ইচ্ছাপূরণ হয়নি শাহরুখের। ধোনি ফিরেছিলেন চেন্নাই সুপার কিংসেই। শুধু তাই নয়, সে বছরেই তৃতীয় বারের জন্য নিজের দলকে ট্রোফি পাইয়ে দেন ধোনি।