বাংলাহান্ট ডেস্ক: আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মহারাষ্ট্রে ধুমধাম করে পালন করা হয় এই মহোৎসব। বলিউডের বহু তারকা নিজেদের বাড়িতে আয়োজন করেন গণেশ পুজোর। ধর্ম, জাতপাতের বেড়া ভেঙে অনেক বছর ধরেই গণপতি বাপ্পার আরাধনা করে আসছেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রত্যেক বছর মন্নতে ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন করেন তিনি। এবারেও তার ব্যতিক্রম হয়নি।
গণপতিকে বাড়ি নিয়ে নিয়ে এসেছেন শাহরুখ। সঙ্গে ছোট ছেলে আব্রাম খান। ফুল, ফল দিয়ে গণপতি বাপ্পাকে সপরিবারে পুজো করেছেন অভিনেতা। সেই ছবি শেয়ার করে লিখেছেন, ‘গণপতিজিকে বাড়িতে স্বাগত জানালাম আমি আর ছোটজন। মোদকগুলো খুব সুস্বাদু ছিল। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর ঈশ্বরে বিশ্বাস থাকলে নিজের স্বপ্নপূরণ করা সম্ভব। সবাইকে গণেশ পুজোর শুভেচ্ছা।’
শাহরুখের এই পোস্টে দু ভাগে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা। একাংশ প্রশংসা করেছেন অভিনেতার ধর্ম নিরপেক্ষতার। প্রত্যেক বছরই গণেশ পুজো করেন শাহরুখ। শুভেচ্ছা জানান সকলকে। আবার কয়েকজন সরাসরি প্রশ্ন তুলেছেন, শাহরুখ হিন্দু নাকি মুসলিম? একজন লিখেছেন, ‘মুসলিম হয়ে এসব করলে আপনার ইমান যাবে। কোনো ধর্মকে ছোট না করেই এসব থেকে দূরে থাকুন।’
Ganpatiji welcomed home by lil one and me….the modaks after were delicious…the learning is, through hard work, perseverance & faith in God, u can live your dreams. Happy Ganesh Chaturthi to all. pic.twitter.com/mnilEIA1tu
— Shah Rukh Khan (@iamsrk) August 31, 2022
আবার আরেকজন কটাক্ষ করেছেন, ‘এসব করে আর কোনো লাভ হবে না। পাঠান শেষ।’ তবে ট্রোলের উত্তরে প্রিয় তারকার সমর্থনেই সুর চড়িয়েছেন শাহরুখ ভক্তরা। পাঠান বয়কটের ডাক উঠলে পালটা কিং খানের প্রশংসা করে টুইটের ঝড় তুলেছেন তারা।
Being Muslim doing this is wrong
And you will lost your Emaan
Stay away from this type of things
Although don't say wrong about any religion— Ansar Khan (@AnsarKh555) August 31, 2022
As a Muslim we respect all religions and their followers but we are not supposed to worship other religions Gods because we believe in one God.
— Aala Burfi (@AllaBarfi) August 31, 2022
শাহরুখের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি, যেখানে দর্শকদের সম্মানের কথা শোনা গিয়েছে তাঁর মুখে। ইন্ডিয়ান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সূচনার সময়ে সংবাদ মাধ্যমের সামনে শাহরুখ বলেছিলেন, “এত বছর ধরে সিনেমার লোকজনদের সঙ্গে সিনেমার গল্পে কাজ করার পর আমি বুঝি যে যারা সিনেমা দেখছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে ওঠার পর তাদের জন্য সম্মান থাকা উচিত, কখনোই দর্শকদের নিচু নজরে দেখা উচিত নয়। এটা বলা উচিত নয় যে দর্শকরা বোকা, তারা আমার ছবি বোঝে না। দর্শকরা সব বোঝেন।”
শাহরুখ আরো বলেছিলেন, “নিজের কাজকে সম্মান করা উচিত। আমি লজ্জা পাই, অতিরিক্ত আত্মবিশ্বাস আমার মধ্যে নেই, আমি মঞ্চের পেছনে থাকা লোকজনদের সাহায্য নিই। মঞ্চে ওঠার আগে আমি অনেক প্রস্তুতি নিই, তবুও সবসময় সবটা ঠিক হয় না।”