বাংলাহান্ট ডেস্ক: সমকালীন ভারতীয় চলচ্চিত্র জগতে সবথেকে সফল এবং জনপ্রিয় পরিচালকদের মধ্যে একজন এস এস রাজামৌলি (SS Rajamouli)। মক্ষী, বাহুবলী সিরিজ, মগধীরার মতো ছবির পর ‘আর আর আর’ (RRR) এর মতো ব্লকবাস্টার ছবি নিয়ে এসেছিলেন তিনি। ২০২২ এ মুক্তিপ্রাপ্ত আর আর আর ১০০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছিল বিশ্বজুড়ে।
নতুন বছরেও আর আর আর এর সাফল্য অব্যাহত। ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক পুরস্কার এসেছে আর আর আর এর ঝুলিতে। ভারতীয় সিনেমা জগতে ইতিহাস রচনা করেছে এই ছবি। গোল্ডেন গ্লোব থেকে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড, সর্বত্র জয়জয়কার আর আর আর এর। এবার হলিউডেও ছবি তৈরির ডাক পেলেন রাজামৌলি।
সম্প্রতি ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে সামনাসামনি আলাপ হয় এস এস রাজামৌলি এবং হলিউডের প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের। আর আর আর নির্মাতার সঙ্গে কথা বলে দৃশ্যতই উচ্ছ্বসিত ‘অবতার’ পরিচালক। তিনিই রাজামৌলিকে বলেছেন, যদি কোনোদিন তিনি হলিউডে সিনেমা তৈরির কথা ভাবেন তাহলে যেন অবশ্যই তাঁর সঙ্গে যোগাযোগ করেন। একসঙ্গে ছবি তৈরি করবেন তাঁরা।
আর আর আর দেখেও প্রশংসায় ভরিয়ে ক্যামেরন। পর্দায় আল্লুরি সীতারামা রাজু এবং কোমারম ভীমের ব্রোম্যান্স, অ্যাকশন, গান মিলিয়ে লার্জার দ্যান লাইফ ছবিটি দেখে বাক্যহারা হলিউড ছবি নির্মাতা। দুই পরিচালকের কথোপকথনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে আর আর আর টিমের তরফে। কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তা আর ভালবাসায় ভরাচ্ছেন নেটিজেনরা।
শুধু রাজামৌলি না, সঙ্গীত পরিচালক এম এম কিরাভানিরও প্রশংসা করেছেন জেমস ক্যামেরন। বেশ অন্যরকম ভাবে সঙ্গীতকে ব্যবহার করেছেন কিরাভানি, মন্তব্য হলিউড পরিচালকের।
"If you ever wanna make a movie over here, let's talk"- #JamesCameron to #SSRajamouli. 🙏🏻🙏🏻
Here’s the longer version of the two legendary directors talking to each other. #RRRMovie pic.twitter.com/q0COMnyyg2
— RRR Movie (@RRRMovie) January 21, 2023
প্রসঙ্গত, সেরা অরিজিনাল গানের জন্য সম্মানীয় গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে ছবির জনপ্রিয় গান ‘নাটু নাটু’ (Naatu Naatu)। তার এক সপ্তাহের মধ্যেই আরো একটি আন্তর্জাতিক পুরস্কার আর আর আর এর অ্যাওয়ার্ড তালিকায়। লস অ্যাঞ্জেলস ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসে সেরা গানের জন্য পুরস্কার পেয়েছেন সঙ্গীত পরিচালক এম এম কিরাভানি।