প্রভাসের সামনে হৃতিক কিস‍্যু না! নিন্দা শুনেই তড়িঘড়ি ক্ষমা চাইলেন রাজামৌলি

বাংলাহান্ট ডেস্ক: একদিকে যেমন জয়ের আনন্দ, অন‍্যদিকে তেমনি বিতর্কের চোখরাঙানি। দুয়ের মাঝে পড়ে মাথায় হাত এস এস রাজামৌলির (SS Rajamouli)। সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গান হিসাবে সম্মানিত হয়েছে ‘আর আর আর’ এর ‘নাটু নাটু’ গানটি। একদিকে যেমন প্রশংসার ঢেউ আছড়ে পড়ছে, অন‍্যদিকে তেমনি নিজের কিছু মন্তব‍্যের জন‍্য সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজামৌলিকে।

রাজামৌলির বেশ কিছু পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হচ্ছে। তার মধ‍্যেই একটি সাক্ষাৎকারে রাজামৌলিকে বলতে শোনা যায়, হৃতিক রোশন (Hrithik Roshan) প্রভাসের (Prabhas) সামনে কিস‍্যু নন! পাশাপাশি বলিউডকে এক রকম অপমান করেই দক্ষিণী ইন্ডাস্ট্রির ধ্বজা উড়িয়েছিলেন তিনি।

ss rajamouli
পুরনো একটি ভিডিওতে রাজামৌলি প্রশ্ন করেছিলেন, শুধু বলিউডই কেন ধুম ২ এর মতো ছবি তৈরি করতে পারে? এরপরেই পরিচালক মন্তব‍্য করেছিলেন, প্রভাসের সামনে হৃতিক রোশন কেউ নন, কিস‍্যু নন। তাঁর মন্তব‍্য নিয়ে স্বাভাবিক ভাবেই বিতর্ক তৈরি হয়েছিল। বলিউড ছবির দর্শকরা ক্ষেপে উঠেছিলেন রাজামৌলির উপরে।

সম্প্রতি বিষয়টা নিয়ে ফের প্রশ্ন উঠতে সুর নরম করেন রাজামৌলি। নিজের ভুলও স্বীকার করেন তিনি। নতুন ভিডিওতে রাজামৌলিকে বলতে শোনা যায়, ‘এটা অনেক অনেক পুরনো ভিডিও, প্রায় ১৫-১৬ বছর আগেকার। তবে হ‍্যাঁ, আমার শব্দচয়ন মোটেই ভাল ছিল না, সেটা আমি স্বীকার করছি। ওকে (হৃতিক রোশন) আমি অসম্মান করতে চাইনি কোনো ভাবেই। আমি ওকে খুব সম্মান করি।’

সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় রাজামৌলির আরো একটি ভিডিও ভাইরাল হয়। গত ৭ জানুয়ারি নিউ ইয়র্কের ডিজিএ থিয়েটারে আর আর আর এর প্রদর্শনীর পর প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজামৌলি এবং অভিনেতা এনটিআর জুনিয়র। সেই প্রশ্নোত্তর পর্বেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে।

Rajamouli
সেখানে রাজামৌলিকে বলতে শোনা যায়, ‘আর আর আর বলিউড ছবি নয়, তেলুগু ছবি। এটা দক্ষিণ ভারতের ছবি, যেখানকার মানুষ আমিও’। ভাইরাল ভিডিওটি দেখে ক্ষেপেছিলেন নেটনাগরিকদের একাংশ। তবে পরে জানা যায় আসল ব‍্যাপার।

আমেরিকার জনতার উদ্দেশ্যে রাজামৌলি বলেন, ‘আপনারা অনেকে ভারতীয় ছবি দেখে থাকবেন। সেখানে গান এবং ফাইট সিকোয়েন্স থাকে। আর আর আর ছবিতেও সেসব দেখতে পাবেন দর্শকরা। পার্থক্য শুধু একটাই, এটা বলিউড ছবি নয়, তেলুগু ছবি। এটা দক্ষিণ ভারতের ছবি, যেখানকার মানুষ আমিও। কিন্তু আমি ছবির গল্প থামিয়ে নাচ গান দেখাই না। গানের মাধ্যমে গল্প এগিয়ে নিয়ে যাই।’

Niranjana Nag

সম্পর্কিত খবর