বলিউড নয়, তেলুগু ছবি ‘RRR’, রাজামৌলির মন্তব্যে অপমানিত হিন্দি ছবির দর্শকরা

বাংলাহান্ট ডেস্ক: আরো একবার ভারতীয় চলচ্চিত্র জগতের মুখ উজ্জ্বল করল ‘আর আর আর’ (RRR)। সেরা অরিজিনাল গানের জন্য সম্মানীয় গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছে ছবির জনপ্রিয় গান ‘নাটু নাটু’। অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত ছবির গোটা টিম। এবার পরিচালক এস এস রাজামৌলির (SS Rajamouli) একটি মন্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা। আর আর আর বলিউড নয়, তেলুগু ছবি, পরিচালকের এমনি মন্তব্যে দানা বেঁধেছে বিতর্ক।

গত ৭ জানুয়ারি নিউ ইয়র্কের ডিজিএ থিয়েটারে আর আর আর এর প্রদর্শনীর পর প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজামৌলি এবং অভিনেতা এনটিআর জুনিয়র। সেই প্রশ্নোত্তর পর্বেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে। সেখানে রাজামৌলিকে বলতে শোনা যায়, ‘আর আর আর বলিউড ছবি নয়নয়, তেলুগু ছবি। এটা দক্ষিণ ভারতের ছবি, যেখানকার মানুষ আমিও’।

Rajamouli

ভাইরাল ভিডিওটি দেখে ক্ষেপেছেন নেটনাগরিকদের একাংশ। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন রাজামৌলি। সেখানেও উত্তর দক্ষিণ বিভেদ করছেন কেন তিনি? হিন্দি ভাষীরা রীতিমতো ক্ষুব্ধ পরিচালকের উপরে। কয়েকজন প্রশ্ন করেছেন, তেলুগু ছবি হওয়া নিয়েই যদি এত গর্ব হয় তাহলে উত্তর ভারতে ছবির হিন্দি সংষ্করণ মুক্তি দেওয়া হল কেন?

বিতর্কে গা ভাসানোর আগেই পাঠকদের জানিয়ে দিই, রাজামৌলির যে মন্তব্য নিয়ে আপত্তি উঠেছে সেটি আসলে তাঁর সম্পূর্ণ বক্তব্যের একটা অংশ মাত্র। আর আর আর সম্পর্কে বলতে গিয়ে পরিচালক জানান, আল্লুরি সীতারাম রাজু এবং কোমারম ভীম দুজনেই বাস্তবের চরিত্র যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন।

এরপরেই আমেরিকার জনতার উদ্দেশ্যে রাজামৌলি বলেন, ‘আপনারা অনেকে ভারতীয় ছবি দেখে থাকবেন। সেখানে গান এবং ফাইট সিকোয়েন্স থাকে। আর আর আর ছবিতেও সেসব দেখতে পাবেন দর্শকরা। পার্থক্য শুধু একটাই, এটা বলিউড ছবি নয়, তেলুগু ছবি। এটা দক্ষিণ ভারতের ছবি, যেখানকার মানুষ আমিও। কিন্তু আমি ছবির গল্প থামিয়ে নাচ গান দেখাই না। গানের মাধ্যমে গল্প এগিয়ে নিয়ে যাই।

এই সম্পূর্ণ বক্তব্যের ওই অংশটুকুর ভিডিওটিই ভাইরাল করা হচ্ছে, যা নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। কিন্তু রাজামৌলির সম্পূর্ণ বক্তব্য শুনলেই বোঝা যাবে তিনি আদৌ বলিউডের বিরুদ্ধে কিছু বলেননি। বরং সাধারণ বলিউড ছবির থেকে আর আর আর কোথায় আলাদা সেটাই বুঝিয়েছেন।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর