বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) দুর্নীতি মামলায় অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee)। সম্প্রতি তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ২১ কোটি টাকা নগদ অর্থ, একাধিক সোনা গয়না, মোবাইল ফোন এবং বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি (ED) আর বর্তমানে ফ্ল্যাটে উদ্ধার হওয়া ‘কালো ডায়েরি’ নিয়ে ক্রমশ বেড়ে চলেছে রহস্য। সেই কালো ডায়েরিতে চাকরিপ্রার্থীদের নামের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে দাবি ইডির। এমনকি, এগুলি কোড ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে বলে খবর।
সম্প্রতি, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা পয়সা এবং সোনা গয়না উদ্ধার হওয়ার পাশাপাশি কালো রঙের একটি ডায়েরি সহ একটি নোটবুকও পাওয়া গিয়েছে। ইতিমধ্যে সেগুলির দিকে বিশেষ নজর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। এমনকি, কালো রঙের ডায়েরির ভেতর ‘সাংকেতিক ল্যাঙ্গুয়েজে’ বেশ কিছু তথ্য লেখা রয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে বিশেষজ্ঞদের সহায়তায় সেই কোডগুলি সমাধান করতে চাইছে ইডি অফিসাররা।
সূত্রের খবর, কালো রঙের ডায়েরি এবং নোটবুক থেকে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীদের নাম পাওয়া গিয়েছে। পরবর্তীতে এ সকল চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতে চলেছে ইডি। ফলে স্বাভাবিকভাবেই আগামী সময়ে এসএসসি দুর্নীতি মামলায় একাধিক নতুন তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। ইডি সূত্রের খবর, ৪০ পাতার একটি ডায়েরির পাশাপাশি ১১ পাতার একটি পকেট ডায়েরিও মিলেছে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে, যেখানে ‘শিক্ষা দফতর’ এবং ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকার’ লেখা রয়েছে বলে খবর আর এতেই বেড়েছে রহস্য।
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে এসএসসি মামলা এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই অনুমান ইডির। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ সম্পর্কিত একাধিক তথ্য উঠে আসতে পারে। তবে ইডির দাবি, অর্পিতা তদন্তে সহায়তা করলেও পার্থের তরফ থেকে কোনরকম সাহায্য মিলছে না। তবে বদ্ধপরিকর তারা। কালো ডায়েরির রহস্য সমাধান করার পাশাপাশি পার্থ-অর্পিতাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ক্রমশই তদন্তের জাল গোটানোর পথে ইডি। ফলে আগামী সময়ে এই মামলায় আরো কোন কোন বিষয়ের যোগসূত্র বেরিয়ে আসে, সেদিকে নজর সকলের।