বাংলা হান্ট ডেস্কঃ মেধা তালিকায় উপরের দিকে নাম থাকা সত্ত্বেও পাননি চাকরি, তার বদলে চাকরি পেয়েছেন কম নম্বর পাওয়া প্রার্থী- এই অভিযোগে কলকাতা হাই কোর্টে (calcutta high court) মামলা দায়ের করেছিলেন প্রশান্ত দাস। আর তাঁর অভিযোগের উপর ভিত্তি করেই, এবার এক শিক্ষকের চাকরি বাতিল করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। অভিযোগ উঠেছিল, চাকরির পরীক্ষায় কম নম্বর পেয়েও, চাকরি পেয়ে যান নীলমণি বর্মন। এই অভিযোগ করেন প্রশান্ত দাস নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল, মেধাতালিকায় উপরের দিকে তাঁর নাম থাকলেও, তিনি চাকরি পাননি। উলটে নাম অনেক চীনে থাকা সত্ত্বেও নীলমণি বর্মন চাকরি পেয়ে যান।
প্রশান্ত দাসের এই অভিযোগের ভিত্তিতে অক্টোবরে কলকাতা হাই কোর্টে মামলা করেন আইনজীবী ফিরদৌস শামিম। বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গল বেঞ্চে উঠেছিল এই মামলা। এই মামলার বিচার চলাকালীন SSC জানায় নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছিল।
এরপর আদালতের প্রশ্ন, নিয়োগে সমস্যা থাকলে, কেন তাঁকে বেতন দেওয়া হচ্ছে? বিষয়টা বিচারাধীনের প্রসঙ্গ তুললেও, তাতে সন্তুষ্ট না হয়ে দ্রুতই পদক্ষেপের নির্দেশ দেয় হাই কোর্ট। এরপর ২২ শে নভেম্বর মামলার শুনানি বাতিল হয়ে গেলেও, SSC-র পক্ষ থেকে নীলমণি বর্মনের চাকরি বাতিলের বিষয়টা প্রশান্ত দাসের আইনজীবী ফিরদৌস শামিমকে জানানো হয়েছে। তবে এমন সিদ্ধান্ত অত্যন্ত বিরল বলেই জানিয়েছেন ওয়াকিবহাল মহল।