মমতার মণিপুর নিয়ে ভাষণের সময়ই SSC চাকরিপ্রার্থীদের বিক্ষোভ বিধানসভার গেটে, আটক ৭৫

বাংলা হান্ট ডেস্ক : তুলকালাম রাজ্য। এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিধানসভা চত্বর। যে সময়ে মণিপুর ইস্যুতে (Manipore Violence) বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেই সময়েই বিধানসভার গেটের বাইরে হাজির হয়েছিলেন অন্তত শ’তিনেক চাকরিপ্রার্থী।

গেটের বাইরে জড়ো হয়ে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা (ssc candidates protest at assembly)। পুলিসের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায় তাঁদের। ইতিমধ্যেই ৭৫ জনকে আটক করে লালবাজার নিয়ে গেছে পুলিস।

দীর্ঘদিন ধরেই প্রাপ্য চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এসএসসি চাকরিপ্রার্থীরা (job aspirants)। এমনকী, চাকরির দাবিতে কলকাতার রাজপথে প্রায় ৯০০ দিন ধরে ধর্নায় বসে রয়েছেন তাঁরা। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা কখনও ধর্মতলায় প্রেস ক্লাবের সামনে, কখনও বা সেন্ট্রাল পার্কে, কখনও আবার ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করেই চলেছেন। পুলিস একাধিকবার তাঁদের উঠিয়ে দিয়েছে, দুই পক্ষের সেই ঝামেলায় উত্তাল হয়েছে রাজপথ। কিন্তু নিজেদের অবস্থান থেকে সরে আসেননি চাকরিপ্রার্থীরা।

mamata

সোমবার বিধানসভার অধিবেশন চলাকালীন মণিপুর নিয়ে বক্তব্য পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata On Manipur)। ঠিক সেই সময়েই বিধানসভার গেটের বাইরে অন্তত ৩০০ জন এসএসসি চাকরিপ্রার্থী হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। (ssc candidates protest at assembly)।

সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হাজির হয় বিরাট পুলিসবাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে তাঁদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। পুলিস টেনে হিঁচড়ে তাঁদের প্রিজন ভ্যানে তুলতে শুরু করে। মহিলা চাকরিপ্রার্থীরা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদেরও হাত-পা ধরে টেনে প্রিজন ভ্যানে তোলা হয়। এখনও পর্যন্ত ৭৫ জনকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর