বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে নিজেদের ইস্তেহারে রাজ্যে দ্বিগুণ শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি নিজেদের ইস্তেহার প্রকাশের পর প্রতিটি সভা থেকেও ডবল শিক্ষক নিয়োগ করার কথা বলে যাচ্ছেন তিনি। কিন্তু এরই মধ্যে একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই SSC চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখালেন। মেধা তালিকায় নাম ওঠার পরেও কেন চাকরি হল না তাঁদের, সেই প্রশ্নের জবাব খুঁজতেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চাকরি প্রার্থী এর।
SSC এর এই চাকরি প্রার্থীদের নিয়োগ দীর্ঘদিন ধরেই আটকে আছে। মেধা তালিকায় নাম ওঠার পরেও তাঁদের চাকরি দেওয়া হয়নি। এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী দুই বছর আগে তাঁদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু দুই বছর পার হয়ে গেলেও তাঁদের চাকরি হয়নি। আর চাকরির দাবিতে এবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাল শিক্ষিত এই বেকারর।
বিগত দুই মাস ধরে বিধান ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিল চাকরি প্রার্থীরা। কিন্তু সরকারের পক্ষ থেকে কেউই তাঁদের সঙ্গে কথা বলতে আসেনি। আর সেই কারণে এবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকে তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। বিখভকারীদের আটক করে আপাতত রাস্তা খালি করানো হয়েছে বলে জানা যায়।