রাস্তায় শুয়ে শিক্ষকরা, SSC ভবনে এসির আরামে রাত কাটালেন কর্তারা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) সোমবার সন্ধ্যা থেকেই ফের উত্তাল হয় পরিস্থিতি। যোগ্য অযোগ্য আলাদা করে তালিকা প্রকাশের দাবিতে এদিন সকাল থেকেই আন্দোলনে বসেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। সন্ধ্যা ছটার পর তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু তা না হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ানোর অভিযোগ ওঠে শিক্ষক শিক্ষিকাদের (SSC Recruitment Scam)। রাতে এসএসসি চেয়ারম্যানের বিবৃতির পর আন্দোলনের ঝাঁজ আরো বাড়ে। সারারাত রাস্তাতেই অবস্থান বিক্ষোভ করেন শিক্ষকরা। অন্যদিকে এসএসসি ভবনে আটকে থাকেন চেয়ারম্যান সহ আরও কয়েকজন কর্তারা।

সারা রাত গরমে রাস্তায় কাটালেন শিক্ষকরা (SSC Recruitment Scam)

প্রচণ্ড গরমের মধ্যেই সোমবার সারা রাত রাস্তাতেই কাটিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা (SSC Recruitment Scam) এবং শিক্ষাকর্মীরা। রাত বাড়তেই বিভিন্ন ভবনগুলিতে তালা মেরে দেওয়া হয়। একটি পে অ্যান্ড ইউজ টয়লেটও বন্ধ করে দেওয়া হয়। সমাজ গড়ার কারিগররা যখন হকের দাবিতে মাটি কামড়ে পড়ে রয়েছেন, তখন আচার্য সদনের ভেতরে এসির ঠাণ্ডা হাওয়ায় ‘বন্দি’ রইলেন এসএসসি কর্তারা।

SSC chairman spent the night in ac while ssc recruitment scam teachers on the road

রাতে ফের উত্তপ্ত হয় পরিস্থিতি: রাতে আবারও একবার পুলিশের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের (SSC Recruitment Scam) ধস্তাধস্তির অভিযোগ উঠেছিল। চাকরিহারা শিক্ষকরা দাবি করেন, রাতে আচার্য সদনে ঢুকতে গিয়েছিলেন বিধাননগর কমিশনারেটের আধিকারিক এবং কর্মীরা। তা নিয়েই নাকি বিতর্ক বাঁধে। যদিও পরে জানা যায়, সাদা পোশাকের একজন পুলিশকর্মী বেরোচ্ছিলেন। তা নিয়েই ভুল বোঝাবুঝি হয়। পরে শিক্ষকদের প্রতিনিধিদের তরফেও জানানো হয়, পুলিশের দায়িত্ব পালনে তাঁদের কোনো সমস্যা নেই। কিন্তু এসএসসির কোনো কর্মীকে তাঁরা বেরোতে দেবেন না।

আরো পড়ুন : বিবাহিত প্রযোজককে বিয়ে, অনেকে চেনেনও না আদিরাকে, মেয়েকে সবসময় আড়াল করে কেন রাখেন রানি?

বার্তা দিলেন মুখ্যমন্ত্রী: সারা রাত রাস্তায় কাটানোর পর মঙ্গলবার সকাল থেকেও ফের বাড়ে আন্দোলনের ঝাঁজ। সকাল থেকেই এসএসসি ভবনের পাশের রাস্তায় অবস্থান বিক্ষোভে বসেন শিক্ষক শিক্ষিকারা (SSC Recruitment Scam)। এদিকে মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই পদক্ষেপ নেবে সরকার। যাঁরা চাকরি খেয়েছে তাঁদের কথায় ভরসা না করে স্কুলে ফেরার কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, বেতন নিয়ে ভাবতে হবে না। সেটা সরকার দেয়।

আরো পড়ুন : আলিপুরদুয়ার-বালুরঘাট ভবনে পড়ল তালা, বন্ধ ‘পে টয়লেট’ও, শৌচালয় পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হল না শিক্ষকদের

একই সঙ্গে তিনি এও বলেন, কয়েকজন যোগ্য অযোগ্য তালিকা চাইছেন। তা দিয়ে শিক্ষকরা কী করবেন? সেটা সরকার, আদালত দেখবেন। পালটা আন্দোলনরত শিক্ষকদের দাবি, অযোগ্যদের সঙ্গে তাঁরা স্কুলে ফিরবেন না। উপরন্তু ৩১ শে ডিসেম্বর পর্যন্ত নয়, ৬০ বছর বয়স পর্যন্ত চাকরিটা রাখতে চান তাঁরা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X