বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তোলপাড় বঙ্গ রাজনীতি। অতীতে প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি (Enforcement Directorate)। পরবর্তীতে এই মামলায় অন্যান্য একাধিক শিক্ষা আধিকারিকরা হেফাজতে গিয়েছেন। এর মাঝেই গতকাল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy Ganguly) গ্রেফতার করে সিবিআই (CBI)। আর এবার কল্যাণময়ের মুখোমুখি বসানো হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়কে। তাদের দুজনকে একসঙ্গে জেরা করার উদ্দেশ্যেই নামতে চলেছে সিবিআই। এই খবরটি সামনে আসতেই বর্তমানে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলায়।
উল্লেখ্য, সম্প্রতিক সময়ে এসএসসি থেকে শুরু করে প্রাথমিক টেট মামলায় সরগরম রাজনীতি। সম্প্রতি, এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এক্ষেত্রে অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং সোনা গয়না মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। পরবর্তীতে এসএসসি সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহাকেও গ্রেফতার করে সিবিআই; যার পর একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতে থাকে। এর মাঝেই গতকাল গ্রেফতার করা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।
উল্লেখ্য, ইডি গ্রেফতারির পর বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এর মাঝেই এই মামলায় সিবিআই প্রাক্তন তৃণমূল মন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে খবর সামনে আসতে থাকে আর গতকাল কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গ্রেফতারের পর অবশেষে পার্থ এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে মুখোমুখি বসিয়ে জেরা করার স্বার্থে ময়দানে নামতে চলেছে সিবিআই। বর্তমানে সূত্র মারফত এই খবরটি সামনে এসেছে। এক্ষেত্রে দুজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক নয়া তথ্য সামনে উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের একটি কমিটির প্রশাসক পদে নিযুক্ত ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে নিয়োগ করার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের সৃষ্ট উপদেষ্টা কমিটির সদস্য পদে নিযুক্ত হন তিনি।
সিবিআই সূত্রে খবর, উক্ত সময় কল্যাণময়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে এসেছে তাদের হাতে। কিভাবে ভুয়ো সুপারিশপত্র এবং বেআইনিভাবে একের পর এক নিয়োগ করা হতো, সেসকল অভিযোগ সামনে আসতেই গতকাল গ্রেফতার করা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। এবার পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময়কে মুখোমুখি জেরা করার মাধ্যমে এই মামলায় আরো একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসবে বলেই অনুমান সিবিআইয়ের।