সুখবর! ৬ বছর পর বাংলায় ফের হবে SSC পরীক্ষা, পুজোর আগেই শিক্ষক নিয়োগ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি দিতে পারছে না, Tet হচ্ছে না, SSC ও না! এই অভিযোগে বারবার বিদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এমনকি SSC দুর্নীতি নিয়েও আদালতে চলছে মামলা। ২০১৬ সালে রাজ্যে শেষবারের মতো SSC পরীক্ষা হয়েছিল। এরপর রাজ্যে আর SSC হয়নি। আর এবার সেই SSC নিয়েই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

কলকাতায় SSC চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে চলেছেন। বারবার প্রতিশ্রুতি দেওয়া স্বত্বেও হয়নি কোনও সুরাহা। এদিকে, SSC নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়েছে। এমনকি CBI-র তরফ থেকে ওনাকে তলবও করা হয়েছিল। কিন্তু মোক্ষম সময়ে স্টে অর্ডার নিয়ে তিনি আর নিজাম প্যালেসের মুখও হননি।

এবার জানা যাচ্ছে যে, রাজ্যে দীর্ঘ ৭ বছর পর ফের SSC পরীক্ষা হতে চলেছে। পরীক্ষার পর শিক্ষকও নিয়োগ হবে। SSC সূত্রের খবর অনুযায়ী, জুন মাস থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পুজোর আগেই প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে বলে জানা গিয়েছে।

X