পয়লা বৈশাখের মধ্যেই…মমতাকে টাইট ডেডলাইন! এবার নবান্ন অভিযানের ডাক চাকরিহারাদের

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক-অশিক্ষককর্মী। তারপর থেকেই কার্যত দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। এরই মধ্যে এল বড় আপডেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে আগামী পয়লা বৈশাখের মধ্যেই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন চাকরিহারাদের একাংশ। জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্য পয়লা বৈশাখের মধ্যে মুখ্যমন্ত্রীর সাহায্য প্রার্থনা করেছেন ‘চাকরিপ্রার্থী ও চাকরিহারাদের ঐক্যমঞ্চ’র সদস্যরা। তা না হলে ২১ এপ্রিল নবান্ন (Nabanna) অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ।

আরও পড়ুন: নওশাদকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক! কি হল হঠাৎ?

সুপ্রিম নির্দেশ মেলার পর থেকেই দিকে দিকে শুধু চাকরিহারাদের হাহাকার। প্রশ্ন উঠছে এত চোখের জলের দায় কার? আগামী ৭ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশের ডাক দিয়েছেন রাজ্যের শিক্ষকরা। সেখানে উপস্থিত থাকবেন বলে নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আগে আজ শনিবার কলকাতা প্রেস ক্লাবে ‘চাকরিপ্রার্থী ও চাকরিহারাদের ঐক্যমঞ্চ’র সদস্যরা সাংবাদিক বৈঠক করেছিলেন।

Allegation against Government employees complaint to Government of West Bengal Nabanna

আজ সেই বৈঠক থেকে তাঁরা স্পষ্ট দাবি জানিয়েছেন,’আর প্রতিশ্রুতি নয়। আলোচনায় বসে সমস্যা সমাধান করে দিন।’একেবারে ডেডলাইন বেঁধে দিয়ে তাঁরা জানিয়েছেন, আগামী ১৫ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের মধ্যে নবান্নের সভাঘরে বৈঠক করতে হবে। সেই বৈঠকে বসেই সমস্যার সমাধান করতে বলা হবে মুখ্যমন্ত্রীকে।

শুধু তাই নয়,সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ‘চাকরিপ্রার্থী ও চাকরিহারাদের ঐক্যমঞ্চ’। জানা যাচ্ছে, আগামী ২১ এপ্রিল কলকাতার রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। ওই দিনেই নবান্ন (Nabanna) অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারাদের একাংশ। আহ্বান জানানো হয়েছে ভিনরাজ্যে কাজ করা বাংলার পরিযায়ী শ্রমিকদেরও।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X