কমিশনের সুপারিশপত্র ছাড়াই গ্রুপ C-র ৫৭ জনের চাকরি! এজলাসে বসে হতবাক বিচারপতি গঙ্গোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ কমিশনের সুপারিশপত্র ছাড়াই গ্রুপ সি-তে (Group C) চাকরি করছেন ৫৭ জন! এমনটা অভিযোগ ওঠার পর শুক্রবার হাইকোর্টের (High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) স্কুল সার্ভিস কমিশনকে ২ ঘণ্টার মধ্যে সেই তালিকা প্রকাশ করার নির্দেশ দেন। বিচারপতির নির্দেশ মেনে ঘণ্টা খানেকের মধ্যেই ৫৭ জনের তালিকা প্রকাশ করল এসএসসি (SSC)।

শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে গ্ৰুপ সি-র ওএমআর শিট কারচুপির অভিযোগে এক মামলা চলছিল। সেখানেই সামনে আসে সুপারিশপত্রের বিষয়টি। অভিযোগ ছিল ৫৭ জনকে চাকরির জন্য সুপারিশই দেয়নি কমিশন, তবে তারা নিজেদের চাকরি চালিয়ে যাচ্ছেন। এই শুনে অবাক হয়ে যান বিচারপতি।

বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘সুপারিশপত্র ছাড়া কীভাবে চাকরি পেলেন এই ৫৭ জন? কে তাদের চাকরি দিল? শান্তিপ্রসাদ সিনহা?’ এরপরই দুপুর ৩টে ১৫ মিনিটের মধ্যে এসএসসির ওয়েবসাইটে এই ৫৭ জনের তালিকা প্রকাশ করার নির্দেশ বিচারপতির দেন বিচারপতি। বিচারপতির নির্দেশের পরই সামনে এল তালিকা।

justice ganguly, hc, ssc

জানিয়ে রাখি, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতে নিয়োগ করা হয়। ২০১৬ সালের গ্রুপ সি পদে নিয়োগের ক্ষেত্রে আরএসএসটি চাকরিপ্রার্থীদের সুপারিশপত্র দেওয়া নিয়ে বেনিয়মের অভিযোগ ওঠে কমিশনের বিরুদ্ধে। অভিযোগ ছিল, কোনো সুপারিশই ছাড়াই চাকরি করছেন এই কর্মীরা। এরপরই বিচারপতির নির্দেশের পর সত্যিই সামনে আসে। এখন এই ৫৭ জনের চাকরি আদেও থাকবে কি না সেই নিয়ে উঠছে প্রশ্ন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর