শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ! এবার তৃণমূলের বিরুদ্ধে পথে নামছে TMCP

বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছুদিন ধরে শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগে সরগরম হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। গোয়েন্দারা রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা ও লক্ষ লক্ষ টাকার সোনার গহনা এবং ব্যাপকহারে সম্পত্তির সন্ধান পেয়েছেন। ফলত, দুর্নীতি ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে সুর ছড়িয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার অপ্রত্যাশিতভাবে দুর্নীতির অভিযোগে পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদের একাংশ। মালদহে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সংবাদ মাধ্যমকে বলেছেন, পাকুয়াহাট কলেজে সাতজন অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে।

তৃণমূল ছাত্র পরিষদের কিছু সদস্যের অভিযোগ, পাকুয়াহাট কলেজের সাতজন অধ্যাপক কোনও আইনি পদ্ধতি ছাড়াই যোগদান করেছেন। তাদের নিয়োগের ক্ষেত্রে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকার লেনদেন হয়েছে বলেও সূত্রের খবর । সংবাদমাধ্যমকে এই অভিযোগ করার পাশাপাশি তারা কেন্দ্রীয় গোয়েন্দা দিয়ে এই দুর্নীতির তদন্তের আবেদনও জানিয়েছেন। মালদহ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য মলয় বর্মণ, সুজিত বর্মণরা দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলনে নামার পাশাপাশি বিষ্ফোরক অভিযোগ তুলেছেন। তাদের কথায়, দুর্নীতির সেই টাকা তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে কলকাতায় গিয়েও পৌঁছেছে।

সূত্রের খবর, ২০১৯ সালে সাত জন অধ্যাপক মালদহের পাকুয়াহাট কলেজে কাজে যোগদান করেন। সেই সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়োগে বেনিয়মের অভিযোগে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় আদালত। তৃণমূল ছাত্র পরিষদের একাংশ এর অভিযোগ আদালতের নির্দেশ অমান্য করে “ব্যাকডেট” দেখিয়ে নিয়োগ করা হয় ওই অধ্যাপকদের।

তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দাবি দুর্নীতির অভিযোগ জানিয়ে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখেছেন। কিন্তু তাতে কোন লাভই হয়নি। তদন্তের নামে প্রহসন হয়েছে শুধু।বিষয়টি নিয়ে কলেজের অধ্যাপিকা মোসাম্মদ রোজিনাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তার কলেজে কতজন অধ্যাপক আছে সেই হিসাবটাই তার কাছে নেই!


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর