বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে ঝুলছে এসএসসির ২৬০০০ চাকরির (SSC Recruitment Scam) মামলা। সর্বোচ্চ আদালতের নির্দেশে আপাতত যোগ্য-অযোগ্য সকলেরই চাকরি বহাল রয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছিল এই মামলায় রাজ্য, এসএসসি, তদন্তকারী সংস্থা, মূল মামলাকারী ও যাদের চাকরি বাতিল হয়েছে সেই পাঁচ পক্ষের বক্তব্য শুনে তবেই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মাঝে ২৬ হাজার চাকরি বাতিল মামলার বহু প্রতীক্ষিত শুনানি ফের পিছিয়ে গেল দেশের শীর্ষ আদালতে।
ফের পিছিয়ে গেল শুনানি…
এর আগে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা ছিল ০৩/০৯/২০২৪ তারিখে। ৬ নম্বরে মামলাটি দেওয়া ছিল। তবে এবারেও শুনানি পিছিয়ে গেল। অনিবার্য কারণে এই মামলার শুনানি পিছিয়ে গেল। ৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এই মামলা শীর্ষ আদালতে শুনানির জন্য উঠবে। যেই মামলার দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চেই এসএসসি মামলাটির শুনানি হওয়ার কথা। প্রধান বিচারপতি, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হবে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে প্রধান বিচারপতির শারীরিক অসুস্থতার কারণে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই এই মামলায় অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা করেছে এসএসসি। কমিশনের কথায়, চারটি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি ১৪৬১। যদিও তার মধ্যে কোনওটাই সুপারিশ করেনি বলে জানিয়েছে SSC। আগেই ওই ১৪৬১ জন ‘অযোগ্য’র নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করেছে এসএসসি। ওদিকে মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছে, শূন্যপদের সঠিক তথ্য না থাকার কারণে বোঝাপড়ার অভাবেই নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল হয়েছে।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি (SSC Recruitment Scam) ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। যার জেরে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ২৬০০০ জনের। ওদিকে হাইকোর্টের রায়ের চব্বিশ ঘণ্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলাই চলছে সুপ্রিম কোর্টে।