বাতিল সব চাকরি? SSC ২৬০০০ মামলায় বড় খবর! সুপ্রিম কোর্টে কী হল

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। যার জেরে একধাক্কায় বাতিল হয়ে যায় প্রায় ২৬০০০ চাকরি। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Justice Sanjiv Khanna) ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছে।

২৬০০০ চাকরি বাতিল মামলার সুপ্রিম-শুনানি (SSC Recruitment Scam)!

গত ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে ১৫ জানুয়ারি হয়। সেই অনুযায়ী এদিন এসএসসি ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি শুরু হয়। এদিন গ্রুপ সি চাকরিচ্যুতদের আইনজীবী দুষ্মন্ত দাভে বলেন, ‘দুর্নীতি হয়েছে। তবে তা নিয়ে সঠিকভাবে অনুসন্ধান হয়নি। কীভাবে দুর্নীতি, তার সঙ্গে কতজন যুক্ত, তার অনুসন্ধান হয়নি। সঠিক তদন্ত হলে যোগ্য-অযোগ্য নিয়ে এত বিতর্ক হতো না। হাইকোর্টের বিচারপতির নির্দেশে সাধারণভাবে তদন্ত করেছে সিবিআই। ‘ক্যাজুয়াল’ তদন্ত হয়েছে। ওই বিচারপতি রাজ্যের রাজনীতিতে যুক্ত হয়েছেন। সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। আমরা সেটা নিয়ে আপত্তি করছি না। তবে তদন্তে ত্রুটি আছে’।

এখানেই না থেমে চাকরিচ্যুতদের আইনজীবী আরও দাবি করেন, অনুসন্ধান ছাড়াই চাকরি বাতিল (SSC Recruitment Scam) হয়েছে! তাঁর প্রশ্ন, ‘আমাদের পরিবারের এখন কী হবে? আমরা ৪ বছর ধরে চাকরি করছি। সিবিআই কী বলেছে, সেটা হাইকোর্ট বুঝতে পারেনি’। আইন মেনে ওএমআর শিট বাজেয়াপ্ত করা হয়নি বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে বড় খবর! সঞ্জয়ের সাজা ঘোষণার আগেই বিরাট পদক্ষেপ তিলোত্তমার মা-বাবার

অন্যদিকে নবম-দশম ও গ্রুপ ডি চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল রোহতগি আবার সুপ্রিম কোর্টে বলেন, কেউ চাকরি বাতিলের জন্য হাইকোর্টে দাবি করেননি। বরং চাকরি পাওয়ার জন্য মামলা হয়েছিল। ওয়েটিং প্যানেল নিয়ে মামলা হয়। তবে আমাদের মক্কেলদের কারোর নাম সেই প্যানেলে ছিল না। ২০১৯ সালে ওই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

মুকুল আরও বলেন, ‘এখনও আসল ওএমআর শিট পাওয়া যায়নি। যে শিটগুলি পাওয়া গিয়েছিল, সেগুলি ফরেন্সিকের জন্য পাঠানো হয়। তবে সেটার রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা হয় যায়। এখনও অবধি ওই রিপোর্ট আসেনি’। পাল্টা যোগ্যদের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বল বলেন, যদি আসল ওএমআর শিট না-ই থাকে, তাহলে কত ওএমআর শিটে কারচুপি হয়েছে, সেটা কীভাবে ধরা হল?

ssc recruitment scam

যোগ্য শিক্ষকদের তরফ থেকে আইনজীবী মানেকা গুরুস্বামী আবার বলেন, মোট ৩ লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষায় বসেছিলেন। তাঁদের মধ্যে থেকে নবম-দশমের ক্ষেত্রে ১৮৩ জন ও একদশ-দ্বাদশের ক্ষেত্রে ৩৯ জন অযোগ্য (SSC Recruitment Scam)। প্রত্যেক ক্যাটাগরিতে অযোগ্যের হার কমপক্ষে ১০%।

এদিকে এসএসসি ২৬০০০ চাকরি বাতিল (SSC Recruitment Scam) মামলার গত শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য ও এসএসসি। সেদিন যোগ্য ও অযোগ্য চাকরিপ্রার্থী বাছাইয়ের ওপর জোর দিয়েছিল আদালত। প্রধান বিচারপতি স্পষ্ট বলেন, ‘যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে’। জানা যাচ্ছে, এদিন সুপ্রিম কোর্টে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আইনজীবীরা সওয়াল করেছেন। পরবর্তীতে শুনানিতে সওয়াল করবেন সিবিআই ও মূল মামলাকারীরা। আগামী ২৭ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর