SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় বড় আপডেট, কী রায় দিল সুপ্রিম কোর্ট?

বাংলা হান্ট ডেস্কঃ তারিখ পে তারিখ। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল এসএসসির ২৬০০০ চাকরি (SSC Recruitment Scam) বাতিল মামলার শুনানি। আদালত সূত্রে জানা গিয়েছিল ১০ সেপ্টেম্বর এই মামলার শুনানি হতে পারে। এর আগে একাধিকবার সর্বোচ্চ আদালতে (Supreme Court) পিছিয়েছে শুনানি। আর এদিনও তাই হল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ফের সেই শুনানি ফের পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে।

পরবর্তী শুনানি কবে?

সূত্রের খবর আগামী ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রসঙ্গত, এই মামলার জেরে এখনও ভাগ্য ঝুলে রয়েছে এই ২৬০০০ জনের। এর আগে গত ১৬ জুলাই সুপ্রিম কোর্টে মামলা উঠলে সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল ২১ দিনের জন্য। তারপর থেকে মামলা আর শুনানির জন্য ওঠেনি শীর্ষ আদালতে।

   

পূর্বে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর ৩ সপ্তাহ পর ৬ অগস্ট ফের এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তবে সময়ের অভাবে সেবারেও শুনানি হয়নি। আর এবারে ১০ তারিখ অর্থাৎ আজ SSC মামলার শুনানির সম্ভাবনা থাকলেও তা হল না। ফের একবার হতাশ হতে হল মামলার সঙ্গে জড়িত শিক্ষকদের।

প্রসঙ্গত, চলতি বছর ১৮ এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে। উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ২৬০০০ জনের।

ssc sc 8 1

আরও পড়ুন: ‘চাকরি দিতেই হবে..’, দীর্ঘ প্রতীক্ষার অবসান! নিয়োগ নিয়ে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

ওদিকে হাইকোর্টের রায়ের চব্বিশ ঘণ্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর