‘আন্দোলন না করলে ডুবে মরতে হবে’! মমতাকে একহাত নিয়ে চাকরিহারাদের বড় পরামর্শ প্রাক্তন বিচারপতি অভিজিতের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত বছরই ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল করেছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টও (Supreme Court) সেই রায় বহাল রেখেছে। যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, সেই কারণে চাকরি খুইয়েছেন সকলে। এই আবহে এবার চাকরিহারাদের বড় আন্দোলনের বার্তা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। চাকরিহারাদের একজোট হয়ে বড় লড়াই করার বার্তা দেন তিনি।

মমতার সভাকে ‘ভাঁওতা’ বলে কটাক্ষ অভিজিতের (Abhijit Gangopadhyay)!

সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে ‘রঙ’ না দেখে সকলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার মমতার সেই সভাকে ‘ভাঁওতা’ বলে কটাক্ষ করেন তমলুকের বিজেপি সাংসদ।

মঙ্গলবার সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা অভিজিতের (Abhijit Gangopadhyay) সঙ্গে দেখা করেছিলেন। সেখানে হাজির ছিলেন পদ্ম নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। সেখানে চাকরিহারাদের সঙ্গে কথা বলে বিজেপি নেতাদের বার্তা, তীব্র আন্দোলন ছাড়া আর উপায় নেই। সবাই যদি একজোট হয়ে না লড়াই করে, তাহলে সবাই ডুবে মরবে। তাই রাস্তায় অনশন, অবস্থানের কথা বলেন তাঁরা।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের জন্য সুখবর! মেনে নেওয়া হল দীর্ঘদিনের দাবি! জারি নয়া মেমো

অভিজিৎ এদিন দাবি করেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যানের বিদ্রোহ ঘোষণা করা উচিত। মুখ্যমন্ত্রী সবটা নিয়ন্ত্রণ করছেন। তিনি সবার হাত-পা বেঁধে রেখেছেন বলে দাবি করেন তিনি।

Abhijit Gangopadhyay

সুপ্রিম-রায় আসার পর মমতাকে ‘দিদি’ বলে সম্বোধন করে যোগ্য-অযোগ্য বাছাইয়ের জন্য কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন তমলুকের বিজেপি (BJP) সাংসদ। সেখানে কারা থাকতে পারেন সেকথাও জানিয়েছিলেন তিনি। এই প্রসঙ্গ টেনে অভিজিৎ বলেন, ‘আগে বলেছিলাম, রাজনীতির ঊর্ধ্বে উঠে কমিটি তৈরি করুন। তবে মুখ্যমন্ত্রী একা যে কমিটি তৈরি করবেন সেটা মানলে চলবে না। কারণ উনি সেখানে নিজেদের লোক ঢোকাবেন। যেমন টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছিলেন’।

এসএসসি কাণ্ডে চাকরিহারাদের উদ্দেশে এদিনও অভিজিৎ (Abhijit Gangopadhyay) বলেন, ‘আমি একটা কমিটি বানাতে বলেছিলাম। যোগ্য-অযোগ্য বের করা সম্ভব। সিবিআই যে মাদার ডিস্ক বের করেছিল, সেটা স্কুল সার্ভিস কমিশন ঠিক বলে ধরুক ও সেটাই ওয়েব পেজে আপলোড করুক। এরপর সেটা সুপ্রিম কোর্টে পেশ করুন’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X