নিয়োগ দুর্নীতির ‘আরেক’ কুন্তল? অনুব্রত-ঘনিষ্ঠ কাকে কীভাবে চাকরি দিয়েছে? ফাঁস হতেই তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। চাকরি দেওয়ার ক্ষেত্রে কীভাবে দুর্নীতি হয়েছে সেকথাও ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এবার যেমন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একজনের নাম জড়াল এই মামলায়। গরু পাচার মামলার পর এবার নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) স্ক্যানারে কেষ্ট-ঘনিষ্ঠ মলয় পিট!

  • নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) অনুব্রত-ঘনিষ্ঠের যোগ!

কেন্দ্রীয় এজেন্সি সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই মলয়ের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি মলয় আরেক কুন্তল ঘোষ? নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান হিসেবে কাজ করেছেন? ইতিমধ্যেই মলয় (Malay Pit) ঘনিষ্ঠ এক NGO কর্তার কাছ থেকে চাকরিপ্রার্থীদের একাধিক তালিকা উদ্ধার হয়েছে।

এখানেই শেষ নয়! তদন্তকারী সংস্থা এও জানতে পেরেছে, ওই তালিকায় নাম থাকা ১৭ জন প্রাথমিকে চাকরিও পেয়ে গিয়েছেন। তাঁদের মধ্যে ৫ জন এখনও পূর্ব বর্ধমানের নানান প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছেন। এদিকে ওই এনজিও-ও পূর্ব বর্ধমানে অবস্থিত।

আরও পড়ুনঃ ৩ বছরেই বিরাট সাফল্য! পুজোর আগেই ‘দিলখুশ’ অভিষেকের! এল দারুণ সুখবর

ইতিমধ্যেই ওই এনজিও-র ট্রাস্টি বোর্ডের সদস্য সফিউল আলম মণ্ডলকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই (CBI)। তাঁর ইমেল আইডি ঘেঁটে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে বলে খবর। এখানেই শেষ নয়! জানা যাচ্ছে, পূর্ব বর্ধমানে অবস্থিত ওই এনজিও একটি বিএড কলেজ চালায় বলে জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সফিউলের ইমেল ঘেঁটে ২০১৫ থেকে ২০১৭ সাল অবধি করা বেশ কয়েকটি ইমেল উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এর প্রত্যেকটিতেই চাকরিপ্রার্থীদের (SSC Recruitment Scam) লিস্ট রয়েছে বলে খবর। এমনকি অনুব্রত ঘনিষ্ঠ মলয়ও এই সফিউলকে বেশ কিছু ইমেল করেছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন বলে জানা যাচ্ছে। সেখানে চাকরিপ্রার্থীদের লিস্ট রয়েছে। সেই তালিকায় নাম থাকা অনেকে এখনও কর্মরত।

SSC recruitment scam anubrata mondal malay pit

উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারি মাসে সিবিআই জেরার মুখোমুখি হয়েছিলেন বীরভূমের বেসরকারি মেডিক্যাল কলেজের কর্তা ও বেশ কিছু এনজিও-র পরিচালক মলয়। সেই সময় অনুব্রত ঘনিষ্ঠ এই ব্যক্তিকে নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি অস্বীকার করেন বলে খবর।

তবে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সফিউলের গলায় শোনা গিয়েছে ‘অন্য সুর’! তিনি বলেন, তিনি যা যা ইমেল করেছেন কিংবা তাঁর কাছে যে যে ইমেল এসেছে সবটাই এই মলয়ের নির্দেশে। তাঁর কথাতেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ একজনকে তালিকা পাঠানো হতো বলে দাবি করেন সফিউল। নিয়োগ দুর্নীতিতে মলয়-যোগ প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই জোর শোরগোল পড়ে গিয়েছে। এরপর এই তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর