কোথায় কত যোগ্য-অযোগ্য? জেলাভিত্তিক তালিকা চাইল বিকাশ ভবন! ফিরবে সবার চাকরি?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একধাক্কায় বাতিল প্রায় ২৬০০০ চাকরি। যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব না হওয়ায় ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে উচ্চ আদালত। এই নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে তৎপর হয়ে উঠল বিকাশ ভবন (Bikash Bhawan)। কোন জেলায় কত জন যোগ্য-অযোগ্য? এবার জেলাভিত্তিক তালিকা চাওয়া হল।

২৬০০০ চাকরি বাতিল কাণ্ডে বড় খবর (SSC Recruitment Scam)!

গত সপ্তাহেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। এরপর গত শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপরেই যোগ্য-অযোগ্য বাছাইয়ের ক্ষেত্রে তৎপর হয়ে উঠল শিক্ষা দফতর।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ প্যানেলের ভিত্তিতে ‘অযোগ্য’ এবং ‘চিহ্নিত নয়’, এমন চাকরিহারাদের (SSC Recruitment Scam) তালিকা চেয়েছে বিকাশ ভবন। এক্ষেত্রে জেলাভিত্তিক পৃথক তালিকা চাওয়া হয়েছে। এর আগেও এসএসসির তরফ থেকে শিক্ষা দফতরে এই তালিকা পাঠানো হয়েছিল। তবে এবার ‘অযোগ্য’ ও ‘চিহ্নিত নয়’, এমন চাকরিহারাদের জেলাওয়াড়ি তালিকা চাইল বিকাশ ভবন।

আরও পড়ুনঃ ‘গয়না-টাকা লুঠ করেছে, দেখা মেলেনি পুলিশের’! মুখ খুললেন ৭ দিনের শিশুকে নিয়ে ঘরছাড়া গৃহবধূ

গত শুক্রবার চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর আইনি পরামর্শ নিয়ে যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ এপ্রিল সেই তালিকা প্রকাশ করা হতে পারে। এই আবহেই তৎপর হয়ে উঠল শিক্ষা দফতর।

BJP leader family members lost job in SSC Recruitment scam case verdict

এই বিষয়ে বিকাশ ভবন সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) তরফ থেকে যত তাড়াতাড়ি এই তালিকা পাঠানো হবে, তত তাড়াতাড়ি রাজ্যের নানান জেলার ডিআই বা স্কুল পরিদর্শকদের সেই ভিত্তিতে কাজে লাগিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল বাংলা। দুর্নীতির কারণেই গত বছর ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপর সুপ্রিম কোর্টে গিয়েও কোনও লাভ হয়নি। উচ্চ আদালতের নির্দেশই বহাল রেখেছে শীর্ষ আদালত।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X