বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC Recruitment Scam) ইস্যুতে উত্তাল রাজ্য। আপাতত ‘দাগি’ নন এমন শিক্ষক-শিক্ষিকারা স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছেন সুপ্রিম কোর্ট তরফে। এরই মধ্যে আজ বিকেলেই যোগ্য চাকরিহারাদের তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। এদিকে রাজ্যের উপর চাপ বাড়িয়ে আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের আজ রাজপথে নামার কথা।
‘অ্যাকশনে’ হাইকোর্ট – Calcutta High Court
চিহ্নিত হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কি পদক্ষেপ করেছে রাজ্য? সম্প্রতি এই নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) রাজ্যের বিরুদ্ধে দায়ের হয় আদালত অবমাননার মামলা। অভিযোগ ছিল, দু’সপ্তাহ কেটে গেলেও ‘অযোগ্য’দের বেতন ফেরানোর বিষয়ে এখনও রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি। পাশাপাশি সুপ্রিম নির্দেশ মতো চাকরিহারাদের উত্তরপত্র বা ওএমআর শিটও এখনও প্রকাশ করা হয়নি। এই অভিযোগেই আদালত অবমাননার মামলা দায়ের হয় হাই কোর্টে।
এদিন সেই মামলার শুনানিতে রাজ্যকে দ্রুত পদক্ষেপ করতে বলল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মোতাবেক এখনও কেন বেতন ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি? সেই প্রশ্ন তোলে হাইকোর্ট। সোমবারবিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। বিচারপতি এদিন রাজ্যের আইনজীবীর কাছে একগুচ্ছ প্রশ্ন রাখেন।
বিচারপতি বলেন, “নির্দিষ্টভাবে চিহ্নিত হওয়া ‘অযোগ্য’ বা ‘অবৈধ’দের বেতন ফেরাতে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে? অভিযোগ রয়েছে ‘অযোগ্য’ চাকরিহারাদের মধ্যে দু’জন এখনও বেতন পাচ্ছেন। কেন এই ঘটনা ঘটছে? প্রশ্ন তোলেন বিচারপতি। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ওএমআর শিটও আপলোড করার নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে? কমিশনের কাছে প্রশ্ন বিচারপতির।
আরও পড়ুন: ‘সীমা ছাড়াচ্ছে সুপ্রিম কোর্ট’, বিজেপি সাংসদের অভিযোগে প্রথম প্রতিক্রিয়া বিচারপতির, বললেন…
হাইকোর্টের সাফ নির্দেশ, সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা রাজ্যকে মানতে হবে। দ্রুত বেতন ফেরতের প্রক্রিয়া নিয়ে পদক্ষেপ করার নির্দেশ বিচারপতির। প্রসঙ্গত, চলতি মাসেই এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে ‘অযোগ্য’ বা ‘দাগি’ শিক্ষক- শিক্ষাকর্মীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও পর্যন্ত সেই নির্দেশ কার্যকর হয়নি।