কে যোগ্য, কে অযোগ্য? মমতার সঙ্গে বৈঠকের আগে হাতাহাতিতে জড়ালেন শিক্ষকরা! তোলপাড় কাণ্ড

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এক রায়ে বাতিল হয়েছে প্রায় ২৬,০০০ চাকরি। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কলমের খোঁচায় চাকরি খুইয়েছেন ২৫,৭৫২ জন। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, ৭ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে তিনি চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন। এবার সেই বৈঠকের আগেই চরমে উঠল যোগ্য-অযোগ্য দ্বন্দ্ব!

মমতার সঙ্গে বৈঠকের আগেই কথা কাটাকাটি, হাতাহাতি (SSC Recruitment Scam)!

রাত থেকেই শহিদ মিনার চত্বরে জড়ো হতে শুরু করেন দূরদূরান্ত থেকে আসা চাকরিহারারা। আজ ভোরে কয়েকজন এসে নিজেদের চাকরিহারা বলে জানান বলে অভিযোগ। তাঁরা মুখ্যমন্ত্রীর বৈঠকের পাস চান। সেই পাস দিতে না চাওয়াতেই বাঁধে বচসা। এমনকি পাস ছিনতাইয়ের চেষ্টারও অভিযোগ ওঠে।

চাকরিহারাদের (SSC Recruitment Scam) একাংশের অভিযোগ, অযোগ্যরাই এই কাণ্ড বাঁধিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক পণ্ড করতে চাইছে। এই নিয়ে শুরু হয় তুমুল বচসা। কে যোগ্য, কে অযোগ্য, তা নিয়ে চলে তর্কাতর্কি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে, দু’পক্ষের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে খবর।

আরও পড়ুনঃ দুর্নীতির উপর দুর্নীতি! চড়া দামে বিক্রি হয়ে গেল মুখ্যমন্ত্রীর সভার পাস! অভিযোগে তুলকালাম নেতাজি ইনডোরে

গত বৃহস্পতিবার নবান্নের (Nabanna) সাংবাদিক সম্মেলন থেকে চাকরিহারাদের সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিলেন মমতা। পরবর্তীতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে কেবলমাত্র যোগ্যরাই যোগ দিতে পারবেন। ‘চিহ্নিত অযোগ্যদের’ গেট পাস দেওয়া হবে না। এদিন এই গেট পাস নিয়েই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

Mamata Banerjee SSC recruitment scam

‘চিহ্নিত অযোগ্যদের’ গেট পাস দেওয়া হবে না জানানো সত্ত্বেও এদিন সকালে নেতাজি ইনডোরের সামনে তাঁরা হাজির হয়ে যান বলে অভিযোগ। যা নিয়ে সুর চড়ান ‘যোগ্য’রা। চাকরিহারাদের একাংশ দাবি করেন, ২৫,৭৫২টি চাকরি গিয়েছে। যোগ্য-অযোগ্য পৃথকীকরণ সম্ভব হয়নি। তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ক্ষেত্রে এই বিভাজন কেন?

অন্যদিকে পাস থাকা একজন চাকরিহারা (SSC Recruitment Scam) বলেন, ‘আমরা যে অনুষ্ঠানে এসেছি, সেই কর্মসূচি আমরা পালন করব। যারা ওখানে এসেছেন, বেআইনি-অযোগ্যভাবে টাকা দিয়ে… যে নেতাকে টাকা দিয়েছে তাঁর বাড়ি যাক, এখানে কী করতে এসেছেন? ওদের এখানে কোনও কাজ নেই। সিবিআই যোগ্য-অযোগ্য আলাদা করে দিয়েছে। ওএমআর শিট পাবলিশ হয়ে গিয়েছে। সেই ওএমআর শিটের পরেও ফাঁকা খাতা নিয়ে এখানে আসতে তাঁদের লজ্জা করেনি? সব ওএমআর শিট আছে’।

আরও পড়ুনঃ গেরুয়া পতাকা রাখার ‘অপরাধে’ রামনবমীর রাতে হিন্দুদের উপর হামলা! ভিডিও পোস্ট করে বড় চ্যালেঞ্জ সুকান্তর

পাস থাকা আরেকজন চাকরিহারা বলেন, ‘এটা আমাদের যোগ্য ভেরিফাই করার পর পাস ইস্যু করা হয়েছে। সংগঠনের তরফ থেকে যাচাই করা হয়েছে’। জানা যাচ্ছে, ওই পাসের ওপর ‘ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন’ লেখা। সেই সঙ্গেই লেখা, ‘আমরা যোগ্য’। জেলাভিত্তিকভাবে এই পাস ইস্যু করা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরগরম বাংলা। দুর্নীতির কারণে গত বছরই ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকেও সেই রায় বহাল রাখা হয়েছে। এমতাবস্থায় আজ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কী বার্তা দেওয়া হয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X