বাংলা হান্ট ডেস্কঃ বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল। গত বছর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই রায় দেওয়া হয়েছিল। এরপর সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকেও সেই রায় বহাল রাখা হয়। যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব না হওয়ায় সকলের চাকরি বাতিল করে আদালত। যার জেরে চাকরি খুইয়েছেন ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এই পরিস্থিতিতে সোমবার যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশের কথা। তার আগেই বড় হুঁশিয়ারি দিলেন চাকরিহারা শিক্ষক (School Teacher)।
আজই প্রকাশ হতে পারে যোগ্য-অযোগ্যর তালিকা (SSC Recruitment Scam)!
এসএসসি মামলার সুপ্রিম-রায় আসার পর চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠকের পর আশ্বাস মেলে, ২১ এপ্রিল যোগ্য ও অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশ করা হতে পারে। এদিনই আবার রাজপথে নামেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
এসএসসি (School Service Commission) ভবন অভিযানের ডাক দেওয়া হয়। সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে আচার্য সদন অবধি অভিযান করেন ‘যোগ্য’ চাকরিহারারা। তাঁদের দাবি, আজ তালিকা প্রকাশ করতেই হবে। বর্তমানে আচার্য সদনের সামনে পুলিশে ছয়লাপ। তৈরি হয়েছে ধুন্ধুমার পরিস্থিতি।
আরও পড়ুনঃ ’১৫,০০০ মানুষ কাজ পাবে’! শালবনিতে তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের সামনে বড় ‘হুঁশিয়ারি’ দেন একজন চাকরিহারা শিক্ষক। তাঁকে জিজ্ঞেস করা হয়, সন্ধ্যা ৬টার মধ্যে তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে। এখনও অবধি আপনাদের মূল দাবি কী?
জবাবে ওই চাকরিহারা শিক্ষক বলেন, কোনও ভাবে যদি দেখি একজন যোগ্যও অযোগ্যের তালিকায় চলে গেল অথবা কোনও যোগ্য তালিকা থেকে বাদ গেল, আমরা কাউকে ছেড়ে কথা বলব না। আমরা শেষ দেখে ছাড়ব। আমাদের যা পদক্ষেপ নেওয়ার আমরা নেব।
কমিশনের (SSC) কাছে যেতে চান কিনা জিজ্ঞেস করায় ওই শিক্ষক বলেন, তাঁরা কমিশনের কাছে যেতে চাইছেন না। সেই সঙ্গেই স্পষ্ট করে দেন, তালিকায় যদি দেখা যায় কেউ বাদ গিয়েছে তাহলে ছেড়ে কথা বলবেন না। দক্ষযজ্ঞ ঘটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্ট। এরপর শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশের আশ্বাস পাওয়া যায়। এখনও অবধি (সোমবার সন্ধ্যা ৬টা) সেই তালিকা প্রকাশ্যে আসেনি। এদিকে এসএসসি ভবনের সামনে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। জানা যাচ্ছে, তৃতীয় কাউন্সেলিং অবধি বৈধ, বাকি সবাইকে অবৈধ বলা হয়েছে। একথা কানে আসতেই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারারা। আন্দোলন ভেস্তে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, অভিযোগ তাঁদের।