অযোগ্যদের বহিষ্কার করতে হবে! এবার হাইকোর্টে যাচ্ছেন যোগ্যরা! বড় কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি ২৬,০০০ চাকরি বাতিল কাণ্ডে (SSC Recruitment Scam) উত্তাল বাংলা। সোমবার যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশের কথা ছিল। তবে তা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। সেদিন থেকেই এসএসসি ভবনের (Acharya Sadan) সামনে অবস্থান করছেন চাকরিহারারা। এবার জানা গেল, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হচ্ছেন যোগ্যরা। অযোগ্যদের বহিষ্কারের দাবিতে উচ্চ আদালতে যাচ্ছেন তাঁরা।

এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি নিয়েও বড় সিদ্ধান্ত!- (SSC Recruitment Scam)

কে যোগ্য, কে অযোগ্য বাছাই না হওয়ায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। একধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশের আশ্বাস পাওয়া যায়। কিন্তু সোমবার সেই তালিকা প্রকাশ না হতেই ফুঁসে ওঠেন চাকরিহারারা। সেদিন থেকেই অবস্থানে বসেন তাঁরা।

মঙ্গলবার আবার জানা যায়, বুধবারের মধ্যে এসএসসির (School Service Commission) তরফ থেকে তৈরি করা তালিকা স্কুল শিক্ষা দফতরে পাঠানো হবে। তিনটি পর্যায়ে সেই তালিকা পাঠাবে কমিশন। গতকাল সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকেও বসেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রতিনিধিরা। কিন্তু সেই আলোচনাতেও জট কাটেনি। এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি চলবে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ SSC কাণ্ডে চাকরিহারাদের জল-খাবারের ব্যবস্থা! ‘পাশে আছি, লড়ে যাও’, বার্তা জনগণের

চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা জানান, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। এর পাশাপাশি অযোগ্যদের বহিষ্কার করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন তাঁরা। এসএসসি কাণ্ডে চাকরিহারা শিক্ষক (School Teacher) চিন্ময় মণ্ডল স্পষ্ট বলেন, ‘আমরা এখন স্কুলে যাচ্ছি না। এই আন্দোলন ও অবস্থান চলবে’। অযোগ্যদের কেন চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলা হয়।

Many people are supporting SSC recruitment scam jobless teachers movement

চাকরিহারা শিক্ষকরা বলেন, বিকাশ ভবনের তরফ থেকে ১৭,২০৬ জনের যে তালিকা দেওয়া হয়েছে, তার মধ্যে ১৫,৪০৩ জন যোগ্য। তবে তাঁরা তাতে ‘আংশিক সন্তুষ্ট’। কারণ ‘মিরর ইমেজ’ প্রকাশিত হয়নি। কেন তা প্রকাশ করা হচ্ছে না, মন্ত্রীর কাছে সেই ব্যাখ্যা চাওয়া হবে। সেই সঙ্গেই মধ্যশিক্ষা পর্ষদের কাছে জানতে চাওয়া হবে, ১৭ হাজারের মধ্যে যারা অযোগ্য রয়েছেন, কেন তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে না?

উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) ক্ষেত্রে যোগ্য-অযোগ্য বাছাই না হওয়ায় বিরাট জটিলতা সৃষ্টি হয়েছে। বাতিল হয়েছে প্রায় ২৬,০০০ চাকরি। এই পরিস্থিতিতে একাধিকবার যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিহারারা। এবার অযোগ্যদের বহিষ্কারের দাবিতে সোজা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন যোগ্যরা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X