বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম-রায়ের জেরে চাকরিহারাদের পরিবারে এখন হাহাকার। ইতিমধ্যেই ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাঁচাতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। এবার তাতেই বড় ‘আশ্বাস’ দিলেন সিজেআই খান্না।
দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট!
সোমবারই চাকরিহারাদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘কোনও যোগ্যর চাকরি যাবে না। আমরা সুপ্রিম কোর্টে যাব। ব্যাখ্যা চাইব, পুনর্বিবেচনার আবেদন জানাব’। সেই মতো শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে আর্জির কথা জানান রাজ্যের আইনজীবী।
সুপ্রিম কোর্টে তিনি বলেন, শীর্ষ আদালতের নির্দেশ কার্যকর করতে প্রশাসনিক অসুবিধা হচ্ছে। সোমবারই এই আবেদন জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে বুধবারই এর শুনানি হোক। এমনটাই আবেদন করেন রাজ্য সরকারের আইনজীবী। সেকথা শুনে প্রধান বিচারপতি (CJI Sanjiv Khanna) বলেন, ‘আমি বিষয়টা দেখব’।
বিস্তারিত পড়ুনঃ জেলবন্দি হলেও দাপট কমেনি? পার্থ ‘ঘনিষ্ঠ’দেরই বেহালা পশ্চিমের ওয়ার্ড সভাপতি করল তৃণমূল
দুর্নীতির জেরে গত বছরই ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে সুপ্রিম কোর্ট অবধি জল গড়ালেও লাভ হয়নি। উচ্চ আদালতের রায়ই বহাল রেখেছে শীর্ষ আদালত। যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, সেই কারণে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে।
এদিকে একসঙ্গে এতজন শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি (SSC Recruitment Scam) চলে যাওয়ায় চাপে পড়েছে রাজ্যের বহু স্কুল। ২৫,৭৫২ জনের চাকরি বাঁচাতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। গতকালই শীর্ষ আদালতে নতুন করে আবেদন জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম-রায়ের মডিফিকেশন চেয়ে, যতদিন না অবধি নতুন নিয়োগ সম্পন্ন হচ্ছে, ততদিন অবধি যোগ্যদের চাকরি বহাল রাখার আবেদন জানানো হয়েছে।