বাংলা হান্ট ডেস্কঃ কে যোগ্য, কে অযোগ্য, ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) প্যানেলের ক্ষেত্রে এই উত্তর পাওয়া যায়নি। যে কারণে বাতিল হয় সকলের চাকরি। ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী একধাক্কায় চাকরিহারা হয়ে পড়েন। এরপর থেকেই যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশের দাবিতে সরব চাকরিহারারা। এমতাবস্থায় জানা যাচ্ছে, ‘অযোগ্য’ কিংবা ‘দাগি’ হিসেবে চিহ্নিত নন, এমন শিক্ষকদের (School Teacher) তালিকা থেকে আরও প্রায় দু’হাজার নাম বাদ দেওয়া হয়েছে। তাহলে কি ‘যোগ্য’দের তালিকা চূড়ান্ত করে ফেলল রাজ্য (Government of West Bengal)? দেখা দিয়েছে এই প্রশ্ন।
এসএসসি ২৬,০০০ চাকরি বাতিল কাণ্ডে (SSC Recruitment Scam) বড় খবর!
দুর্নীতির জেরে গত বছরই ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের তরফ থেকেও সেই রায় বহাল রাখা হয়। চাকরিহারা হয়ে পড়েন ২৫,৭৫২ জন। এর মধ্যে শিক্ষক-শিক্ষিকা ছিলেন ১৮,৪১৮ জন। সেখান থেকে ‘দাগি’দের বাদ দিয়ে ১৭,২০৬ জনের তালিকা বানানো হয়। গত ১৭ এপ্রিল শীর্ষ আদালতে এই তালিকা জমা দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।
‘অযোগ্য’ কিংবা ‘দাগি’ হিসেবে চিহ্নিত নন এই শিক্ষকদের স্কুলে যেতে দেওয়ার আবেদন জানায় পর্ষদ। সেই আবেদনে সাড়া দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। নির্দেশ দেওয়া হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বর অবধি এই শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে যেতে পারবেন এবং তাঁরা মাইনে পাবেন। এর পাশাপাশি ২০২৫ সালের মধ্যেই নতুন নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুনঃ কাশ্মীরে ২৬ জনের মৃত্যু! ‘২৬০টা মুণ্ডু চাই’! পাকিস্তানের পতাকা পুড়িয়ে হুঙ্কার শুভেন্দুর
এবার জানা যাচ্ছে, এই ১৭,২০৬ জন শিক্ষক-শিক্ষিকার তালিকা থেকে আরও ১৮০৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে। এই শিক্ষক-শিক্ষিকাদের উত্তরপত্র সহ বেশ কিছু বিষয়ে সমস্যা রয়েছে বলে জানতে পেরেছে পর্ষদ (WBBSE)। এরপরেই তাঁদের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই নয়া তালিকা মঙ্গলবার রাত থেকেই রাজ্যের নানান জেলার ডিআই দফতরে পাঠানো হয়েছে। এই তালিকার ওপর ভিত্তি করেই আগামী দিনে আইনি কার্যকলাপের কথা ভাবা হচ্ছে বলে খবর। তাহলে কি এটাই ‘যোগ্য’দের চূড়ান্ত তালিকা? দেখা দিয়েছে এই প্রশ্ন।
অন্যদিকে ২৬,০০০ চাকরি বাতিল কাণ্ডে (SSC Recruitment Scam) এখনও উত্তাল বাংলা। দেখতে দেখতে প্রায় মাস খানেক হতে চলল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। তবে চাকরিহারাদের আন্দোলন এখনও চলছে। গত সোমবার যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশ না হওয়ায় এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছিলেন তাঁরা। প্রায় দু’দিন ধরে ‘অফিস-বন্দি’ হয়ে থাকার পর বুধবার ছাড়া পান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।