বাতিল ২৬০০০ চাকরি! অযোগ্যদের পাশেও রয়েছে রাজ্য? এবার স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির কারণে গত বছরই ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েও লাভ হয়নি। শীর্ষ আদালতের তরফ থেকেও একই রায় দেওয়া হয়েছে। যার জেরে চাকরি খুইয়েছেন ২৫,৭৫২ জন। যোগ্য-অযোগ্য বাছাই সম্ভব না হওয়ায়, চাকরিহারা হয়েছেন প্রত্যেকে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে জলঘোলা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, রাজ্য সরকার কি অযোগ্যদের পাশেও রয়েছে? এবার এই প্রশ্নের জবাব দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সেই সঙ্গেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

অযোগ্যদের (SSC Recruitment Scam) পাশেও রয়েছে রাজ্য? কী বললেন ব্রাত্য

শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী। প্রায় তিন ঘণ্টা ধরে সেই বৈঠক চলে। এরপর জানানো হয়, আইনি পরামর্শ নিয়েই যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। এই আবহে অযোগ্যদের পাশে আদৌ রাজ্য সরকার রয়েছে কিনা সেই বিষয়ে ব্রাত্যর বার্তা সামনে এল।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, ‘অযোগ্যদের পাশে একদমই নেই। আমাদের একেবারেই মনে হয় না, মুখ্যমন্ত্রীর বক্তব্যে এমন কোনও বার্তা পৌঁছচ্ছে বলে’।

আরও পড়ুনঃ গেরুয়া পতাকা খোলানোর ঘটনায় তদন্ত শুরু! জানালেন কলকাতার পুলিশ কমিশনার

এখানেই না থেমে মমতার (Mamata Banerjee) বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ব্রাত্য বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁদের ক্ষেত্রে রিভিউ পিটিশন অবধি অপেক্ষা করব। তাঁদের ক্ষেত্রে অন্য কোনও ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটা দেখব’।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল এসএসসি কাণ্ডে (SSC Scam) চাকরিহারাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সেই সভা থেকে যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মমতা। সেই সঙ্গেই অযোগ্যদের নিয়েও মুখ খুলেছিলেন তিনি।

After SSC recruitment scam verdict Salary Portal opened on Wednesday

মুখ্যমন্ত্রী বলেছিলেন, যোগ্যদের বিষয়টা মিটে যাওয়ার পর যাদের অযোগ্য বলা হচ্ছে তাঁদের বিষয়টি দেখা হবে। মমতার কথায়, ‘যাদের অযোগ্য বলা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে কী কী তথ্য রয়েছে আমি দেখব। ফের আপনাদের ডাকব। যদি সত্যি তাঁরা অযোগ্য প্রমাণিত হন, আমার তখন কিছু করা থাকবে না। তবে কেন, কাকে অযোগ্য বলা হয়েছে, কে তদন্ত করেছে, সেটা আলাদা করে দেখতে হবে। আমি আলাদা করে সেটা নিয়ে কথা বলব’।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের নিয়েই জলঘোলা শুরু হয়েছিল। তাহলে কি অযোগ্যদের (SSC Recruitment Scam) পাশেও রয়েছে রাজ্য? দেখা দেয় এই প্রশ্ন। অবশেষে সরাসরি উত্তর দিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X