বাংলা হান্ট ডেস্কঃ সরকারি হোক বা বেসরকারি, বর্তমানে সময়ে যে কোনও চাকরি জোগাড় করাই ভীষণ কঠিন। সেখানে চাকরি পেয়ে হারিয়েছেন ২৫,৭৫২ জন। সম্প্রতি দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যার জেরে চাকরিহারা হয়ে পড়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অবশ্য ‘যোগ্য’দের চাকরি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এই আবহে মুখ খুললেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। বঞ্চিত প্রার্থীদের আইনজীবী বিকাশ বলেন, জনরোষ সামলাতে চাকরি ফেরানোর ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
মমতাকে নিয়ে বিস্ফোরক বিকাশরঞ্জন (Bikash Ranjan Bhattacharya)!
সম্প্রতি ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার পর বিকাশরঞ্জনকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার পাল্টা মুখ খুললেন এই রাজনীতিবিদ তথা আইনজীবী। তিনি বলেন, ‘চাকরিহারা অথবা বঞ্চিত কাউকে নিয়েই মুখ্যমন্ত্রীর কোনও ভাবনা নেই। ওনার একমাত্র ভাবনা ভাইপোকে নিয়ে। ওনার আশঙ্কা এখন যদি চাকরিহারারা টাকা ফেরত চায়! সেই কারণে উনি নতুন নাটক শুরু করেছেন’।
বিকাশ (Bikash Ranjan Bhattacharya) দাবি করেন, একধাক্কায় এত জনের চাকরি চলে যাওয়ায় সমাজে জনরোষ তৈরি হয়েছে। সেটা সামাল দেওয়ার জন্যই চাকরি ফেরানোর ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই ঘটনায় কেবলমাত্র চাকরিহারারাই প্রতারিত হননি, ২০১৬ সালে পরীক্ষায় বসা ২৩ লক্ষ যুবক, যুবতী প্রতারণার শিকার। স্বচ্ছভাবে নিয়োগ হলে তাঁদের মধ্যে অনেকে চাকরি পেতে পারতেন বলে দাবি করেন এই বাম নেতা তথা আইনজীবী।
আরও পড়ুনঃ কঠোর অবস্থানে হাইকোর্ট! থানার বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ বিচারপতি ঘোষের
বিকাশের কথায়, ‘আদালত বলেছে, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই দুর্নীতিযুক্ত। ফলে কে যোগ্য আর কে অযোগ্য, সেটা কীসের ভিত্তিতে নির্ধারিত হবে? নানানভাবে দুর্নীতি হয়েছে। তার কয়েকটি চিহ্নিত করা হয়েছে। আর যে কোনও ভাবে দুর্নীতি করা হয়নি, সেটার নিশ্চয়তা কে দেবে? বিশেষত যেখানে মতলবটাই ছিল দুর্নীতির’।
চাকরিহারাদের উদ্দেশে বিকাশের পরামর্শ, আদালতের (Supreme Court) নির্দেশের বাইরে অন্য কারোর কথায় বিদ্রান্ত হবেন না। আদালতের নির্দেশের বাইরে কোনও পদক্ষেপ না নেওয়ার কথাও বলেন তিনি।
উল্লেখ্য, সুপ্রিম-রায়ে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার পর সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। ‘রঙ’ না দেখেই প্রত্যেকের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। এই আবহে বিকাশের (Bikash Ranjan Bhattacharya) দাবি, জনরোষ সামাল দিতে চাকরি ফেরানোর ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছেন মমতা। চাকরিহারা অথবা বঞ্চিত কাউকে নিয়ে নয়, একমাত্র ‘ভাইপো’কে নিয়ে মুখ্যমন্ত্রী ভাবিত বলে দাবি করেন তিনি।