রেকর্ড হল বয়ান! এবার আরও বিপাকে কমিশন, SSC মামলায় বিরাট আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ SSC নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) নয়া মোড়। আদালতের নির্দেশে এসএসসি মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI)। আর তাতেই একের পর এক বিস্ফোরক তথ্য। ইতিমধ্যেই তালিকা ধরে ধরে অযোগ্য প্রার্থীদের কয়েকশো অযোগ্য প্রার্থীকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পাশাপাশি রেকর্ড করা হয়েছে তাদের বয়ানও। এবার প্রমাণ হিসেবে সুপ্রিম কোর্টে দেওয়া হতে পারে এই অযোগ্যদের বয়ান।

সিবিআই সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ৪৫০০ অযোগ্য প্রার্থীর হদিস মিলেছে। অনেকে দুর্নীতির কথা স্বীকারও করে নিয়েছে। প্রায় ২৫০-র বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করেছে CBI. গত মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। যার জেরে চাকরি যায় প্রায় ২৬০০০ জনের। পরে এই রায়ের উপর সুপ্রিম কোর্ট (Supreme Court) স্থগিতদেশ দিলেও ‘অযোগ্যদের’ ধরতে সিবিআই তদন্ত জারি রাখার কথা বলা হয়েছিল। সেই মতই দুর্নীতির পর্দাফাঁস করতে জোর কদমে তদন্ত এগিয়ে নিয়ে চলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

মূলত যেসকল প্রার্থী অযোগ্য হয়েও স্রেফ টাকার চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ, তাদেরকেই ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। ঠিক কিভাবে চাকরি পেয়েছিলেন, কাকে, কবে, কোথায়, কী ভাবে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন, এসব সবিস্তারে থাকবে লিপিবদ্ধ বয়ানে থাকবে বলে জানা গিয়েছে।

তদন্তকারীদের অনুমান এ ভাবে ধীরে ধীরে দুর্নীতির ‘মাথা’-দের কাছে পৌঁছনো সম্ভব হবে। এরপর ১৬ জুলাই সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি রয়েছে। সেই দিন যোগ্য-অযোগ্যদের তালিকা দেওয়ার কথা স্কুল সার্ভিস কমিশনের। সেই শুনানিতেই অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে সিবিআই।

Central Bureau of Investigation CBI

আরও পড়ুন: মাধ্যমিকের ফলাফল নিয়ে বিরাট নির্দেশ হাই কোর্টের! এক রায়ে রাতের ঘুম উড়ল মধ্যশিক্ষা পর্ষদের

প্রসঙ্গত, গত মাসে কলকাতা হাইকোর্টের হাইকোর্টের হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে SSC ২০১৬ সালের গোটা প্যানেল নিয়োগে দুর্নীতির অভিযোগে নজিরবিহীন রায় দেয় কলকাতা হাইকোর্টের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এক ধাক্কায় চাকরি যায় ২৫৭৫৩ জনের। হাইকোর্টের রায়ের বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদও। সেই মামলার শুনানিতে আপাতত স্বস্তিতে চাকরিহারারা। ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানি। তার আগে পর্যন্ত চাকরি বহাল সকলের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর