সুপ্রিম-রায়ে গিয়েছে চাকরি, শুনতে হয় চোর কটাক্ষ! চাপে এবার বড় ‘পদক্ষেপ’ ‘অযোগ্য’দের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কে যোগ্য, কে অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। সেই কারণে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই আবহে গত শুক্রবার চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। আশ্বাস দেওয়া হয়, আইনি পরামর্শ নিয়ে যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশ করা হবে। এই আবহে মিছিলে নামলেন ‘অযোগ্য’ শিক্ষকরা।

‘চাকরি ফিরিয়ে দাও’! দাবি ‘অযোগ্য’দের (SSC Recruitment Scam)

ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরাম ২০১৬-এর ব্যানারে সোমবার এই মিছিল বেরিয়েছিল। কলেজ স্কোয়্যার থেকে সুবোধ মল্লিক স্কোয়্যার অবধি এই মিছিল হয়। সেখানে ‘অযোগ্য’রা দাবি করেন, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের ওপর ভিত্তি করে স্কুল সার্ভিস কমিশন আমাদের অযোগ্য হিসেবে প্রমাণ করতে চাইছে।

এখানেই শেষ নয়! চাকরি হারানোর পাশাপাশি অযোগ্যদের এত বছরের বেতনও ফেরাতে হবে। এমনই নির্দেশ রয়েছে। ফলে সব মিলিয়ে চূড়ান্ত ফাঁপরে পড়েছেন তাঁরা। এই আবহে আবার আইনি পরামর্শ নিয়ে যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। এমনটা হলে চাপ আরও বাড়বে বলে মনে করছেন অনেকে। এই আবহে চাকরি ফেরানোর দাবিতে মিছিল করলেন ‘অযোগ্য’রা।

আরও পড়ুনঃ মামলা খারিজ করেছিল সিঙ্গেল বেঞ্চ! সেই মামলাতেই এবার বড় নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির

উল্লেখ্য, অযোগ্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। চাকরি চুরি, সেটিং করে চাকরি, টাকার বিনিময়ে চাকরি, যোগ্যদের বঞ্চিত করে চাকরি সহ নানান অভিযোগে ‘অভিযুক্ত’ তাঁরা। যদিও ‘অযোগ্য’দের একাংশ সেসব মানতে নারাজ। এই আবহে চাকরি ফেরানোর দাবিতে মিছিল বের করলেন তারা।

Major movement warning after SSC recruitment scam Supreme Court verdict

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরগরম বাংলা। গত বছরই কলকাতা হাইকোর্টের তরফ থেকে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রায়ই বহাল রেখেছে শীর্ষ আদালত। কলমের খোঁচায় বাতিল হয়েছে ২৫,৭৫২ জনের চাকরি। এই আবহে চাকরি ফেরানোর দাবিতে মিছিলে নামলেন ‘অযোগ্য’রা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X